শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতালের প্রধিনিধি দলের ভারতে ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশন ও এথেনা হাসপাতাল পরিদর্শন
ডিসিনিউজ ।। ডেক্স
চার সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশন এথেনা হাসপাতাল পরিদর্শন করেন। ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এই সফরের নেতৃত্ব দিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।
ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশন এবং এথেনা হাসপাতাল পরিদর্শন করে বাস্তবধর্মী জ্ঞানার্জনের জন্য এই সফরে গিয়েছিল প্রতিনিধি দলটি। এ ছাড়াও ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের সাথে সমঝোতানুসারে কর্মী ও বিশেষজ্ঞদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা, হাসপাতাল ফ্লোর প্ল্যান শেয়ারসহ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই সফরটি ছিল ডিভাইন মার্সি হাসপাতালের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
পাঁচ সদস্যের একটি দলের সফরের কথা থাকলেও হাসপাতাল কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ অসুস্থতাজনিত কারণে যেতে পারেননি। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে এই বহরে ছিলেন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও এবং হাসপাতালের প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও।
সফরকালে তারা প্রথমদিন এথেনা হাসপাতালের রজত জয়ন্তী উৎসবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পংকজ গিলবার্ট কস্তা আসন অলংকৃত করেন। এরপর সফরকারী দলটি এথেনা হাসপাতালের সকল বিভাগ ও বিভাগের কর্মকান্ড ঘুরে দেখেন। পরবর্তী দিন দলটি এথেনা হাসপাতাল ও নার্সিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন এবং ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের পরিচালক ফাদার রিচার্ড কৈল ও অন্যান্য কর্মীদের সাথে বৈঠক করেন। এরপর ফাদার মুলার মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তৃতীয় দিন পুনরায় ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের পরিচালক ফাদার রিচার্ড, ফাদার রুডলফ এবং মানবসম্পদ বিভাগের কর্মীদের সাথে বৈঠকে মিলিত হন। এ সময় ডিভাইন মার্সি হাসপাতালের ফ্লোর প্ল্যানসহ বিভিন্ন বিষয় সহভাগিতা করেন প্রতিনিধি দলটি। পরে ডিভাইন মার্সি হাসপাতালের প্রতিনিধিগণ ফাদার মুলার মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এ সময় তারা বিভিন্ন বিভাগ, সরঞ্জামাদী, অভ্যন্তরীণ ডিজাইন, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, প্যাথলজি, রেডিওলজিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। চতুর্থ দিন সফরকারী দলটি ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় স্নাতক, চিকিৎসক, ডিপ্লোমা, এমএসসি, পিএইচডি, নার্সিং ডিগ্রিধারী এবং হাসপাতাল ম্যানেজমেন্টে ডিগ্রীধারীদের সনদপত্র প্রদান করা হয়। এ দিন সন্ধ্যায় লিয়াজো ফোকালের সাথে পারস্পরিক সহযোগিতা জোরদার ও নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য ফোকাল টিমের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়।
সফর শেষে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ভারতে ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশন ও এথেনা হাসপাতাল পরির্দশন আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ও অভিজ্ঞতা অর্জনের সহায়ক ছিল। সেখানকার সেবা প্রদান, কর্মপরিবেশ, বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপনাসহ নানা দিক আমরা পরিদর্শন করেছি এবং অভিজ্ঞতা লাভ করেছি। এ ছাড়াও ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের সাথে আমাদের পূর্বের সমঝোতা চুক্তি বাস্তবায়ন আরো কার্যকর হয়েছে। তারা হাসপাতাল ম্যানেজমেন্ট-এর উপর ডিগ্রীধারী একজন ফাদার নিয়োগ দিয়ে ডিভাইন মার্সি হাসপাতালের উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সাথে ডিভাইন মার্সি হাসপাতালের বিশেষজ্ঞ কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ ও তাদের হাসপাতালে বাস্তধর্মী জ্ঞানার্জনের জন্য ব্যবস্থা করার কথাও উল্লেখ করেছেন। তাছাড়াও মেডিকেল টেকনোলজি ও এমএসসি ডিগ্রী নিয়ে পড়ার জন্য ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগদানের আশ্বাস দিয়েছেন।
ডিভাইন মার্সি হাসপাতালের প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও ডিসিনিউজকে জানান, ‘এই সফরটি ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে আমরা একটি পূর্ণাঙ্গ মানবমুখী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার অনুপ্রেরণা পেয়েছি। সফরের মাধ্যমে ডিভাইন মার্সি ও ফাদার মুলার চ্যারিটেবল ইনিস্টিটিউশনের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় এবং সরাসরি অংশগ্রহণমূলক সহযোগিতার পথ সুগম করেছে।
উল্লেখ্য, ঢাকার অদূরে কালীগঞ্জের মঠাবাড়ীতে ঢাকা ক্রেডিট ৩০০ শয্যার ডিভাইন মার্সি হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ইতিমধ্যে হাসপাতাল নির্মাণের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ১১ নভেম্বর ২০২২-এ হাসপাতালের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে।