ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বেনু পিটার গমেজ

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বেনু পিটার গমেজ

0
437

ডিসিনিউজ ।। ঢাকা

পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নাগরীর বেনু পিটার গমেজ। তিনি ২০ এপ্রিল রাত ৯টায় নিজ বাড়িতে প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি ঢাকা ক্রেডিটের এডিশনাল প্রধান নির্বাহী অফিসার শীরেন সিলভেস্টার গমেজের ভাই এবং ক্রেডিট কমিটির প্রাক্তন সেক্রেটারি জনি গমেজের বাবা।

বেনু গমেজ নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস জানান, তিনি মূলত স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরপরই বাড়িতেই প্রাণত্যাগ করেন।

আজ বেলা সাড়ে ১২টায় নাগরীতে অন্ত্যোষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর তাকে কবরস্থ করা হয়। এদিন বেনু গমেজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও শীরেন সিলভেস্টার গমেজ, সিও স্বপন রোজারিও, সিও খোকম মার্ক কস্তাসহ আরো অনেকে।

তিনি মৃত্যুকালে স্ত্রী আরতী মেরি গমেজ এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বেনু গমেজের আত্মার চিরশান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।