ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিসিএ মোহাম্মদপুর শাখার প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ ও ইস্টার পুনর্মিলনী পালন

বিসিএ মোহাম্মদপুর শাখার প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ ও ইস্টার পুনর্মিলনী পালন

0
179

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ) মোহাম্মদপুর শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ ও ইস্টার পুনর্মিলনী পালন করা হয়।

৬ মে, বিকাল ৬টায় সিয়োন টালিথাকুমি চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ ও ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে শাখা সংগঠনের সভাপতি আলবার্ট আশিস বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ দিন উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নির্মল রোজারিও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ডেপুুটি সেক্রেটারি ব্রেনজন চাম্বুগং, এসোসিয়েশানের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, হাউজিং সোসাইটির ভাইস চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও , কারিতাস সিডিআই পরিচালক থিওফিল নকরেক, এসোসিয়েশন এর যুগ্মমহাসচিব জেমস সুব্রত হাজরা, পাষ্টর রেভা বাড়ৈ, মিসেস তুলিকা বৈরাগী, এসোসিয়েশন নেতা নিরাপদ হালদার, মলয়নাথ, ভিক্টর রে, রবার্ট বিশ্বাসসহ বিভিন্ন সংগঠন ও চার্চের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের বিভিন্ন অংশে ছিল কেক কাটা, বক্তব্য, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন গান পরিবেশনা।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারী পল্লব ডি রোজারিও।