শিরোনাম :
নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বিশ্ব মা দিবস পালন
ডিসিনিউজ ।। ঢাকা
নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো বিশ্ব মা দিবস।
৮ মে, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের আয়োজনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত মায়েদের সম্মান জানাতে স্কুলের ছাত্রছাত্রীরা হাঁটু গেড়ে মাথা নত করে তাদের প্রতি সম্মান জানায়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী বলেন, ‘১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন জার্ভিস নামে এক ব্যক্তি। এরপর থেকে ধীরে ধীরে সারাবিশ্বে মা দিবস পালন শুরু হয়। সব থেকে মধুর ডাক হলো “মা”। আর মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব মা দিবস। স্বার্থপর এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে শুধুমাত্র মা-ই আমাদের ভালবাসতে পারেন। তাই এই দিনটি মাকে বিশেষভাবে ভালবাসা ও শ্রদ্ধা জানানোর দিন।’
মায়েদের ও শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা দিপালী কস্তা। তিনি বলেন, ‘মা আমাদের জন্ম দিয়েছেন। শুধুমাত্র আজকে না, সারা জীবনই মায়েদের সম্মান ও শ্রদ্ধা জানানো উচিত।’
এ দিন সকল শিক্ষার্থীরা তাদের মায়েদের প্রতি শ্রদ্ধা ও বিশেষ প্রার্থনা উৎসর্গ করেন।