ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিসিএ কর্তৃক প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি’র মৃত্যুবার্ষিকী পালন ও প্রার্থনানুষ্ঠান

বিসিএ কর্তৃক প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি’র মৃত্যুবার্ষিকী পালন ও প্রার্থনানুষ্ঠান

0
257

ডিসিনিউজ ।। ঢাকা

পালন করা হলো বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রাক্তণ প্রেসিডেন্ট ও প্রাক্তন প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

১১ মে, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ) প্রয়াত প্রতিমন্ত্রী’র মৃত্যুদিবসে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে এ দিন সকাল ৬টায় ফার্মগেট তেজগাঁও চার্চে প্রয়াত প্রতিমন্ত্রীর আত্মার কল্যার্ণে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁওয়ের সহকারী পাল-পুরোহিত ঝলক দেশাই। খ্রিষ্টযাগে প্রয়াতের আত্মার চিরকল্যাণ কামনা ও পরিবারের মঙ্গল কামনা করা হয়।
খ্রিষ্টযাগের পর এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রয়াত প্রতিমন্ত্রীর প্রতিকৃতিতে ফুলের মালা পড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, সিস্টার মেরি নিবেদিতা এসএমআরএ প্রমুখ।

এ সময় বক্তারা প্রয়াত প্রতিমন্ত্রীর আদর্শ অনুসরণ করে একটি উন্নত খ্রিষ্টীয় সমাজ গঠনের আহŸান জানান। খ্রিষ্টান সমাজ তথা দেশের প্রতি প্রয়াত প্রতিমন্ত্রীর অবদান যে তার চিরস্মরণীয় হয়ে থাকবে বলেন বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, ‘প্রয়াত প্রতিমন্ত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করে মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। বহুবার সংসদ নির্বাচিত হয়ে দেশের জন্য কাজ করেছেন। তিনি খ্রিষ্টান সমাজের জন্যও অনেক কাজ করেছেন। তাঁর অবদান ভুলবার নয়।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, তেজগাঁও শাখা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যোনাস গমেজ, কেন্দ্রীয় কমিটির সদস্য জন অনুরেশ, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা শিমন রবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য পংকজ বার্নার্ড ডি’রোজারিওসহ আরো অনেকে।
প্রয়াত প্রতিমন্ত্রী ২০১৬ খ্রিষ্টাব্দের ১১ মে এই দিনে মৃত্যুবরণ করেন।

অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি

অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি ১৯৯১, ২০০১, ২০০৮, এবং ২০১৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, ২০০৯ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই থেকে ২০১২ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর বর্তমান সরকারের মেয়াদ ১৫ সেপ্টেম্বর ২০১২ খ্রিষ্টাব্দ থেকে ১১ মে ২০১৬ মৃত্যুর পূর্ব পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।