শিরোনাম :
ঢাকা ক্রেডিটের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেনশন বেনিফিট স্কীম মাস ঘোষণা: থাকছে আকর্ষণীয় পুরস্কার
ডিসিনিউজ ।। ঢাকা
সদস্যদের জন্য বিশেষ অফার নিয়ে এলো ঢাকা ক্রেডিট। ঢাকা ক্রেডিট মে মাস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেনশন বেনিফিট স্কীম মাস ঘোষণা করেছে এবং রয়েছে পুরস্কার প্রাপ্তির সুযোগ।
মে মাসে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) চালু করলে ও পেনশন বেনিফিট স্কীম (PBS)-এ হিসাব খুললেই পাওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। অথবা শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) চালু করলে বা পেনশন বেনিফিট স্কীম (PBS)-এ হিসাব খুললেও পাওয়া যাবে পুরস্কার।
মে মাসে যে সকল সদস্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ইউজার হবেন এবং একই সাথে পেনশন বেনিফিট স্কীম (PBS)-এ হিসাব খুলবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে নগদ ১৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১০,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ ৫,০০০ টাকা প্রদান করা হবে।
এছাড়াও এই সময় (মে মাস) যে সকল হিসাবধারী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ইউজার অথবা পেনশন বেনিফিট স্কীম (PBS)-এ হিসাব খুলবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে নগদ ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ৫,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ ৩,০০০ টাকা প্রদান করা হবে।
আগামী ২ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই লটারি ড্র অনুষ্ঠিত এবং পুরস্কার প্রদান করা হবে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু ও পেনশন বেনিফিট স্কীমে হিসাব খুলতে সমিতির প্রধান কার্যালয়সহ যেকোনো সেবাকেন্দ্রে যোগাযোগ করা যাবে।