ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized মিরপুরে দেশসেরা কারিগরি প্রতিষ্ঠান মট্স-এ ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও আলোচনা সভা...

মিরপুরে দেশসেরা কারিগরি প্রতিষ্ঠান মট্স-এ ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
301

ডিসিনিউজ ।। ঢাকা

মিরপুরে অবস্থিত দেশসেরা কারিগরি প্রতিষ্ঠান মট্স-এর ক্যাম্পাসে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে, বিকাল ৪টায় ঢাকা ক্রেডিটের আয়োজনে এবং মট্স-এর সহযোগিতায় আর্চবিশপ মাইকেল ভবনে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষা সেমিনারের সভাপতিত্ব করেন মট্স-এর পরিচালক ডমিনিক দিলু পিরিছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

শিক্ষা সেমিনারের সভাপতিত্ব করেন মট্স-এর পরিচালক ডমিনিক দিলু পিরিছ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি. কস্তা, মট্স-এর উৎপাদন ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মার্টিন রোনাল্ড প্রামানিক, অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক উজ্জল থিওটনিয়াস কোড়াইয়াসহ মট্স-এর কর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে পরিচালক ডমিনিক দিলু পিরিছ বলেন, ‘মট্স দেশের অন্যতম স্বনামধন্য কারিগরি প্রতিষ্ঠান এবং ঢাকা ক্রেডিটও দেশের প্রাচীনতম এবং স্বনামধন্য সমবায় প্রতিষ্ঠান। ঢাকা ক্রেডিট ও মট্স পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। আমরা ঢাকা ক্রেডিটের সাথে একটি চুক্তি করেছি, সেখানে মট্স এবং ঢাকা ক্রেডিট একসাথে কাজ করে উন্নয়নের লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছে। আশা করি দু’টি প্রতিষ্ঠানের কার্যক্রম এবং সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিটের সাথে মট্স-ও একত্রিত হয়ে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা মট্স-এর সাথে চুক্তি করেছি, যাতে সমাজের পিছিয়ে পড়া জনগণকে মূল স্রোততধারায় নিয়ে আসতে পারি।’

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন।

এ ছাড়াও অন্যান্য বক্তাগণ ঢাকা ক্রেডিট এবং মট্স-এর কাজের প্রশংসা করেন। এ সময় তারা উল্লেখ করেন, ঢাকা ক্রেডিট ও মট্স-এর মধ্যে যে চুক্তি হয়েছে তা সত্যিই সময়োপযোগি। এই চুক্তির মাধ্যমে সমাজের আরো উন্নয়ন সাধিত হবে।

তারা আরো বলেন, ‘ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের উন্নয়নের জন্য ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলক্ষেত্রে ঢাকা ক্রেডিটের অবদান রয়েছে। খ্রিষ্টানদের উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিটের বিকল্প নেই। আমরা বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই নতুন নতুন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আমাদের জীবনমান উন্নয়নে ভ‚মিকা রাখছেন। আমরা আপনাদের সাথে রয়েছি এবং সকল প্রকার সহযোগিতা দিতেও আমরা প্রস্তুত।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের কর্মী সোহেল রোজারিও এবং মট্সের কর্মী সুমি ক্লোডিয়া রোজারিও।