ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নদ্দায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

নদ্দায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
184

ডিসিনিউজ ।। ঢাকা

নদ্দায় ঢাকা ক্রেডিটের সেবাসেন্টারের ক্যাম্পাসে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে, সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের আয়োজনে নদ্দায় বিভিন্ন সমবায় সমিতি, সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে এই শিক্ষা সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা সেমিনারের সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর সলোমন আই. রোজানিরও, মনিকা গমেজ, আনন্দ ফিলিপ পালমা, প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির সদস্য অন্তর মানকিন, পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি. কস্তা, সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও, নয়া নগর ক্রেডিটের চেয়ারম্যান রিপন রিচার্ড সরদার, রাজধানী সমিতির প্রাক্তন চেয়ারম্যান জেমস কমল বাড়ৈ ও ডন অধিকারী, মার্টিন লুথার কলেজের অধ্যাপক অমল রোজারিও, পাস্টর জেমস জিপু রয়, স্বপন রোজারিওসহ নদ্দায় এলাকার নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলবার্ট আশিস বিশ্বাস বলেন, ‘আজ আমরা ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা ঢাকা ক্রেডিটের সকল উন্নয়ন বিষয়ে জানেন। ঢাকা ক্রেডিট এখন ডিজিটালাইজেশনের পথে যাত্রা শুরু করেছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমেও কাজ করে যাচ্ছি। এত বড় প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে হলে বরাবরের মতো আপনাদের সৎ এবং যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে।’ এ সময় তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন উন্নয়নমূলক প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন।

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিটের উন্নয়নের জন্য আপনারা অনেক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যহত রাখবেন বলে আশা করি। ঢাকা ক্রেডিট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সদস্যদের পাশে রয়েছে। আপনারা ঢাকা ক্রেডিটের প্রডাক্ট ও প্রকল্প গ্রহণ করে লাভবান হবে বলে প্রত্যাশা রাখি।’

এ ছাড়াও অন্যান্য বক্তাগণ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় তারা উল্লেখ করেন, ঢাকা ক্রেডিট যেসকল উদ্যোগ নিয়েছে তা সত্যিই সময়োপযোগি। হাসপাতাল প্রতিষ্ঠা, ডিজিটালাইজেশনের জন্য অ্যাপ এবং নিজন্ব সফটওয়ার ব্যবস্থাপনা, এটিএম সার্ভিসসহ বিভিন্ন কার্যকরী উদ্যোগ সতিই প্রশংসার দাবি রাখে। আশা করি ঢাকা ক্রেডিট আরো নতুন নতুন উদ্যোগ সংযোজন করে উন্নয়ন যাত্রাকে আরো ত্বরান্বিত করবে।’

তারা আরো বলেন, ‘ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের উন্নয়নের জন্য ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলক্ষেত্রে ঢাকা ক্রেডিটের অবদান রয়েছে। খ্রিষ্টানদের উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিটের বিকল্প নেই। আমরা বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই নতুন নতুন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আমাদের জীবনমান উন্নয়নে ভ‚মিকা রাখছেন। আমরা আপনাদের সাথে রয়েছি এবং সকল প্রকার সহযোগিতা দিতেও আমরা প্রস্তুত।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন নদ্দার যুব নেতা শিপন রোজারিও।