শিরোনাম :
হালুয়াঘাট উপজেলার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন সাংসদ জুয়েল আরেং
ডিসিনিউজ ।। ঢাকা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন সাংসদ জুয়েল আরেং এমপি।
গত ৩১ মে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপিকে হালুয়াঘাট উপজেলার আওয়ামী লীগের সভাপতি এবং খায়রুল আলম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রগতিশীল নেতা উপাধ্যক্ষ রেমন্ড আরেং এই খবর নিশ্চিত করেছেন। এর সাথে তিনি সাংসদ জুয়েল আরেং-এর হালুয়াঘাট উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণে আনন্দ প্রকাশ ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘জুয়েল আরেং হলেন একজন উদীয়মান তরুন নেতা। সাংসদ নির্বাচিত হয়ে তিনি সফলভাবে দায়িত্ব পালন করছেন। এখন হালুঘাটের আওয়ামী লীগের সভাপতি হয়ে স্থানীয় দলের কান্ডারী হয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি তাঁর দায়িত্ব পালনে সফল হবেন। সেই সাথে প্রত্যাশা রাখি, তিনি যেন কাজের মাধ্যমে সকল মানুষের মনে জায়গা করে নিতে পারেন। আমি তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’
এ ছাড়াও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। তিনি জানান, সাংসদ জুয়েল আরেং হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়াতে আমরা অনেক আনন্দিত। তাঁর এই দায়িত্বপ্রাপ্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি তাঁর পিতা প্রায়ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন মহোদয়ের যোগ্য উত্তসুরী হয়ে ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। আশা করি, সাংসদ জুয়েল আরেং ভবিষ্যতে আরো বড় দায়িত্ব গ্রহণ করে সফল হবেন। আমি তাঁর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি।’
সাংসদ জুয়েল আরেং এমপিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া যৌথ বিবৃতির মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বিবৃতিতে উল্লেখ করেন, ‘আমাদের প্রিয় সংসদ সদস্য জুয়েল আরেং হালুয়াঘাটের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়াতে আনন্দ প্রকাশ করছি। নতুন এই দায়িত্বপ্রাপ্তিতে তাঁকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই হালুঘাটে নতুন ও যোগ্য নেতাকে বেছে নেওয়ার জন্য। জুয়েল আরেং একজন উদীয়মান ও সফল সাংসদ। তিনি হালুয়াঘাটের আওয়ামী লীগের কান্ডারী হয়ে হাল ধরে সঠিক ও যোগ্য নেতৃত্ব দিবেন এই আশা করছি। আমরা তাঁর সাফল্য কামনা করি।
সাংসদ জুয়েল আরেং-এর নতুন এই দায়িত্বপ্রাপ্তিতে ময়মনসিংহবাসী শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।