ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিচারের অপেক্ষায় ২১ বছর, দাখিল হয়নি চার্জশীট: বানিয়ারচর বোমা হামলা

বিচারের অপেক্ষায় ২১ বছর, দাখিল হয়নি চার্জশীট: বানিয়ারচর বোমা হামলা

0
245

ডিসিনিউজ ।। ঢাকা

২১ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছে বানিয়ারচর কাথলিক গির্জায় বোমা হামলায় নিহতের স্বজনরা। সবচেয়ে পরিতাপের বিষয়, ২১ বছর কেটে গেলেও এখনো কোনো চার্জশীট দাখিল করা হয়নি।

২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন বানিয়ারচর কাথলিক চার্চে সকালের রবিবাসরীয় প্রার্থনা চলাকালে জঙ্গীগোষ্ঠির বোমা হামলায় ১০ জন নিরীহ ব্যক্তি প্রাণ হারিয়েছিল। আহত হয়েছিল আরো ২৬ জন, যারা এখনো সেই দিনের মর্মান্তিক বেদনা বহন করে যাচ্ছে। ২১ বছর পরও কোনো প্রকার বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমনকি চার্জশীট দাখিলও করা হয়নি। ২১ বৎসরে কমপক্ষে ১৭ বার ইনভেস্টিগেশন অফিসার (আইও) পরিবর্তন করা হয়েছে, কিন্তু কোনো রকম চার্জশীট দাখিল করা হয়নি।

অপর দিকে গত ২০১৬ সালের ৫ জুন নাটোর জেলার বরাইগ্রাম থানাধীন বনপাড়ায় জঙ্গিরা নিরীহ মুদি দোকানদার সুনীল গমেজকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই হত্যাকান্ডেরও এখনো সুষ্ঠু বিচার হয়নি।

এই বিষয়ে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ডিসিনিউজকে বলেন, ’২১ বছর ধরে আমরা বানিয়ারচর বোমা হামলার বিচার দাবি করে আসছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সাড়া পাচ্ছি না। এমনকি এখন পর্যন্ত কোনো চার্জশীটও দাখিল করা হয়নি। ইতিমধ্যে ১৭ জন তদন্ত অফিসার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে চার্জশীট তো দাখিল হচ্ছেই না, বিচার তো অধরাই রয়ে গেছে। কোনো অপরাধী আইনের উর্ধ্বে থাকতে পারে না, তাহলে কেন কোনো অদৃশ্য শক্তি এই মামলার বিচার বিলম্বিত করছে! আশা করি, সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।’

‘শুধু বানিয়ারচর হত্যা মামলা নয়, বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়, তারও কোনো সুরহা প্রশাসন করছে না। ২০১৬ সালে সুনীল গমেজের মতো একজন নিরীহ দোকানীকে খুনের কোনো কারণ ছিল না। কিন্তু আপত দৃষ্টিতে সকলেরই ধারণা জঙ্গীবাদের জানান দিতেই এই ঘটনা ঘটানো হয়েছি। কিন্তু সরকার বারবার বলছে, জঙ্গী তৎপরতা বাংলাদেশে নেই, যদি তাই হয়, তাহলে কেন দোষিরা শাস্তির আওতায় আসছে না। আমরা তো সত্যি উদঘাটন এবং বিচার চাই, সরকারকেই সমাধান বের করতে হবে। আশা করি, বানিয়ারচর বোমা হামলা ও সুনীল গমেজ হত্যা মামলার সঠিক সুরহা সরকার করে দিবে।’ বলেন সেক্রেটারি জেনারেল আই. কোড়াইয়া।

তিনি জানান, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষে আগামী রোববার নিহতদের আত্মার চিরশান্তি কামনায় ফার্মগেট তেজগাঁও গির্জায় বিশেষ প্রার্থনানুষ্ঠান ও বিচারের দাবিতে  আলোর মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।’

এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল উক্ত কর্মসূচিতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, আজ বানিয়ারচরের কাথলিক গির্জায় বোমা হামলার ট্রাডেজিতে নিহতের আত্মার চিরশান্তি কামনায় বিশেষ খ্রিষ্টযাগ ও তাদের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।