শিরোনাম :
ওয়াইএমসিএ’র ১৭৮তম জন্মদিন পালন
ডিসিনিউজ ।। ঢাকা
বাংলাদেশ জাতীয় ওয়াইএমসিএ পালন করলো ওয়াইএমসি’এর ১৭৮তম জন্মদিন।
৪ জুন, সাভারে অবস্থিত ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজের অডিটরিয়ামে ওয়াইএমসিএ’র ন্যাশনাল কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে।
ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জুয়েল আরেং এমপি। মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র ভাইস-প্রেসিডেন্ট উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, কারিতাস ঢাকা অঞ্চলের পরিচালক জ্যোতি গমেজ, ওয়াইএমসিএ’র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হেলেন মনিষা সরকার, ঢাকা ন্যাশনাল ওয়াএমসি’র সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ ওয়াইএমসিএ’র আঞ্চলিক শাখাসমূহের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ওয়াইএমসিএ’র বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন এবং ওয়াইএমসিএ’র অবদান স্মরণ করে প্রশংসা করেন। এ ছাড়াও যুবদের নিয়ে কাজ করা একমাত্র সংগঠন হিসেবে ওয়াইএমসিএ’র অবদান বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বলেও তারা মন্তব্য করেন। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ওয়াইএমসিএ’র সাথে অনেক ধরনের কাজে অংশ নেওয়ারও সুযোগ রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
এ দিন কেক কেটে ওয়াইএমসিএ’র ১৭৮তম জন্মদিনের আনন্দ সহভাগিতা করেন সকল অংশগ্রহণকারীবৃন্দ।