ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৬ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঋণ তদন্ত ও খেলাপীঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে ঢাকা ক্রেডিট

ঋণ তদন্ত ও খেলাপীঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে ঢাকা ক্রেডিট

0
319

ডিসিনিউজ ।। গাজীপুর

বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের ঋণ তদন্ত ও খেলাপীঋণ আদায় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে ঢাকা ক্রেডিট।

১৩ জুন, মঠবাড়ীতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ১০টি সমবায় সমিতির ২০ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। সকালে ঢাকা ক্রেডিটের এইচআরডি বিভাগের কর্মী শোভন পল ক্রুশ’র সঞ্চালনায় আসনগ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিকা গমেজ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে ঋণ তদন্ত কি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, কেস স্ট্যাডি- ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন; ঋণ তদন্তের বিবেচ্য বিষয়সমূহ ও ঋণ প্রদান পূর্বক তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম, ঋণের আইনগত দলিলপত্র প্রস্তুত ও সংরক্ষণ, খেলাপী ঋণ কি, খেলাপী ঋণ আদায়ের গুরুত্ব ও প্রয়োজনীতা, খেলাপী ঋণ আদায়ের প্রক্রিয়াসমূহ- ঢাকা ক্রেডিটের লোন ইনভেস্টিগেশন এন্ড রিকোভারি বিভাগের ম্যানেজার রিচার্ড ফ্রান্সিস রোজারিও বিষয়ভিত্তিক আলোচনা করেন।

এছাড়াও দলীয় চেতনা ও দলীয়ভাবে কার্যসম্পাদন পদ্ধতি, মুক্তালোচনা ও প্রশিক্ষণ মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞানভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।