শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো বিশ্ব বাবা দিবস
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকার নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো বিশ্ব বাবা দিবস।
১৯ জুন, সকালে অ্যাসেম্বলীর পর স্কুলের নারী শিক্ষকগণ সকল পুরুষ শিক্ষকদের শুভেচ্ছা জানান। স্কুলে সহকারী প্রধান শিক্ষক মিটিল্ডা কস্তা সকল শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘যে কোনো পরিবারে বাবাদের ভূমিকা অনেক বেশি। তারা ছাতার মতো রোদ, বৃষ্টি ও ঝড়ের বিপদ হতে রক্ষা করেন পরিবারকে। তাই বাবাদের সব সময় শ্রদ্ধা এবং ভালবাসতে হবে।’
এ সময় স্কুলের পক্ষ হতে সকল শিক্ষককে ফুল দিয়ে শুভেচছা জানানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী শিক্ষার্থীদের বলেন, ‘তোমার স্কুলের পর বাসায় ফিরে যার যার বাবাকে শুভেচ্ছা জানাবে। সব সময় বাবার পরামর্শ নিয়ে পথ চলবে, দেখবে কখনোই কোনো সমস্যা তোমার সামনে টিকতে পারবে না।’
এ সময় শিক্ষক ও বিশ্বের সকল বাবাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।