শিরোনাম :
কাককো লি:-এর নতুন কার্যকরি পরিষদ: চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা
ডিসিনিউজ ।। ঢাকা
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:-এর দায়িত্ব পেলেন নতুন কার্যকরি পরিষদ এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন পংকজ গিলবার্ট কস্তা। ১ জুলাই নির্বাচনের মাধ্যমে এই নতুন নেতৃত্ব সৃষ্টি হয়।
১ জুলাই, সাভারে ওয়াইএমসিএস ট্রেনিং সেন্টার ও গেস্ট হাউজের অডিটরিয়ামে কাককো লি:-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে চেয়ারম্যান-পংকজ গিলবার্ট কস্তা; ভাইস-চেয়ারম্যান- অনিল লিও কস্তা; সেক্রেটারি- ডমিনিক রঞ্জন পিউরীপিকেশন; ট্রেজারার- টুটুল রড্রিক্স এবং অন্যান্য বোর্ড কর্মকর্তা নির্বাচিত হন।
পংকজ গিলবার্ট কস্তা ও তাঁর বোর্ডের সবাইকে কাককো লি:-এর বর্তমান চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের সভাপতিত্ব কারেন প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান নির্মল রোজারিও। নির্বাচন পরিচালনা করেন: নির্বাচন কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক (অডিট আইন ও সমিতি) জনাব মিজানুর রহমান, সদস্য হিসেবে ঢাকা বিভাগীয় সমবায় পরিদর্শক জনাব মো. জয়নাল আবেদীন এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাককো লি:-এর চ্যাপলেইন ড. ফাদার লিটন হিউবার্ট গমেজ সিএসসি, কাককোর’র ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ট্রেজারার প্রদীপ সরকার, ঢাকা ক্রেডিটের কর্মকর্তা এবং কাককো’র সদস্য সমিতির নেতৃবৃন্দ।
বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, সমবায় এবং কাককো’র পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা। এরপর আলোচন্যসূচি অনুসারে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এ দিন সদস্য কর্তৃক অভ্যন্তরীণ নিরীক্ষা কোষ গঠন ও অনুমোদন করার হয়। শেষে সদস্যরা মুক্তালোচনায় মিলিত হন।
পংকজ গিলবার্ট কস্তা বর্তমানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সংগঠন ও সমাজসেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।