শিরোনাম :
ঢাকা ক্রেডিটের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর খ্রিষ্টযাগ এবং প্রতিষ্ঠাতা ও প্রয়াত কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ডিসিনিউজ ।। সিনথিয়া ক্রুশ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম অধিবেশনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় খ্রিষ্টযাগ এবং খ্রিষ্টযাগের পর প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি ও প্রয়াত কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাবার্ষিকী ৩ জুলাই হলেও, সঙ্গত কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ২ জুলাই আয়োজন করা হয়।
২ জুলাই, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁও চার্চে সকাল সাড়ে ৮টায় তেজগাঁওয়ের সহকারী ফাদার ঝলক দেশাই বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন। এ সময় তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রম ও প্রতিষ্ঠাকালীন বিষয়ে বর্ণনা করেন।
খ্রিষ্টযাগের পর ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি এবং প্রয়াত কর্মকর্তা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় ফাদার ইয়াং-এর সমাধীতে সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আজ আমরা ঢাকা ক্রেডিটের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। ৬৭ বছর আগে নিবেদিতপ্রাণ ফাদার ইয়াং আমাদের আর্থিক মুক্তির জন্য এই প্রতিষ্ঠান শুরু করে দিয়ে গেছেন। আজ আমরা এই প্রতিষ্ঠানের সুফল ভোগ করছি। এই দিনে প্রতিষ্ঠাতা ফাদার ইয়াং এবং প্রয়াত কর্মকর্তাদের স্মরণ করছি। সেই সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করছি।’
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস্ লিমিটেডের চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে ক্রেডিট ইউনিয়ন আন্দোলন বেগবান হয়। তিনি ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা, পরিচালনা ও সদস্য হিসেবে যাঁরা জড়িত ছিলেন এবং প্রয়াত হয়েছেন তাঁদের সকলকে স্মরণ করেন। তাঁদের আত্মার মঙ্গল কামনা করেন। ঢাকা ক্রেডিটের আরো সমৃদ্ধি কামনা করেন।
ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ঢাকা ক্রেডিট ৬৭ বছর পর ফিরে দেখার সময় এটি। অনেক সফলতা অর্জন হয়েছে এই ৬৭ বছরে। বিশেষ করে, ফাদার চার্লস জে. ইয়াং যিনি ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেছেন, তাকে শ্রদ্ধায় স্মরণ করছি, সেই সাথে স্মরণ করছি যারা নিবেদিতপ্রাণে এই সমিতির জন্য কাজ করেছিলেন। বিভিন্ন সময়ে যারা সমিতির সেবা দিয়েছেন এবং আগামীতেও দিবেন ঈশ্বর যেন তাদের সহায় থাকেন।’
সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় এই সময় ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস যোসেফ ইয়াং সিএসসি, প্রাক্তন প্রেসিডেন্ট ডানিয়েল কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট টি ডি রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট অরুণ বার্নার্ড কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আরনল্ড সি গোমেজ, প্রাক্তন সেক্রেটারি খ্রীষ্টফার গমেজ, প্রাক্তন সেক্রেটারি এন্ডু ডি’কস্তা, প্রাক্তন সেক্রেটারি রবীন রোজারিও, প্রাক্তন ম্যানেজার জন পি কস্তা, প্রাক্তন ট্রেজারার আইজাক গমেজ, প্রাক্তন ট্রেজারার স্ট্যানলী টেনু গমেজ, প্রাক্তন ডিরেক্টর আলেকজান্ডার রোজারিও, প্রাক্তন ক্রেডিট কমিটির চেয়ারম্যান মানিক রোজারিও ও সেক্রেটারি কাথবার্ট পিরিছ এর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
খ্রিষ্টযাগ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিভাইন মার্সি হাসপাতাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জর্জ স্টিফেন ঘোষ, মট্স পরিচালক ডমিনিক দিলু পিরিছ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, এডিশনাল প্রধান নির্বাহী অফিসার শীরেন সিলভেস্টার গমেজ, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদসহ কর্মীবৃন্দ।
এ ছাড়াও এদিন ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী অফিসার ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও জোনাস গমেজের নেতৃত্বে ওয়ারী খ্রিষ্টান কবরস্থানে প্রাক্তন প্রেসিডেন্ট জোনাস রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট পিটার পল গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট পিটার এম কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাডভোকেট লাফন্ড গমেজ, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট যোসেফ এইচ কস্তা, প্রাক্তন সেক্রেটারি আন্দ্রেজ গমেজ, প্রাক্তন সেক্রেটারি যাখারিয়াস কস্তা, প্রাক্তন সেক্রেটারি স্কলাষ্টিকা সুনীলা কস্তা, প্রাক্তন সেক্রেটারি রাফায়েল জে কোড়াইয়া, প্রাক্তন ম্যানেজার সিরিল রোজারিও, ও প্রাক্তন ক্রেডিট কমিটির চেয়ারম্যান ইগ্নাসিয়াস এ গমেজ মনুসহ প্রাক্তন কর্তকর্তা, উপদেষ্টা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রসঙ্গত, ১৯৫৫ সনের ৩ জুলাই, হলিক্রস মিশনারি ফাদার চালর্স যোসেফ ইয়াং লক্ষ্মীবাজারে ৫০ জন সদস্য এবং ২৫ টাকা মূলধন নিয়ে শুরু করেন ঢাকা ক্রেডিট। বর্তমানে এই সমিতির সদস্য প্রায় ৪৪ হাজার এবং মূলধন প্রায় ১ হাজার ১৭ কোটি টাকা। দেশের চারটি জেলায় এই সমিতির কার্যক্রম বিস্তৃত। ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ রয়েছে ২০টি সেবাকেন্দ্র ও কালেকশন বুথ। ঋণ, সঞ্চয়, সেবা ও নানা উন্নয়নমূলক প্রকল্পে ও প্রডাক্টের পরিমাণ ৮৬টি। এই সমিতির প্রকল্পেগুলোর মধ্যে রয়েছে সমবায় বাজার, ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার, রিসোর্ট, মিডিয়া ও পাবলিকেশনস বিভাগ, নির্মানাধীন ডিভাইন মার্সি হাসপাতাল, বিউটি পার্লার, জিম, স্কুল ইত্যাদি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে পাঁচ শ’রও অধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।