ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পরপারে চলে গেলেন লুইস ডানিয়েল পিউরীফিকেশন

পরপারে চলে গেলেন লুইস ডানিয়েল পিউরীফিকেশন

0
365

ডিসিনিউজ ।। ঢাকা

পরপারে চলে গেলেন পাগার নিবাসী লুইস ডানিয়েল পিউরীপিকেশন। তিনি ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী অফিসার ও কাককো লিমিটেডের সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের বড় ভাই।

৩ জুলাই, ভোর ৪টায় নিজ বাসায় হার্টঅ্যাটাকজনিত কারণে তিনি প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আজ পাগার ধর্মপল্লীতে শেষকৃত্যানুষ্ঠানের খ্রিষ্টযাগের পর তাকে ধর্মপল্লীর কবরাস্থানে সমাধিস্থ করা হয়। শেষ কৃত্যানুষ্ঠানের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার বিমল গমেজ।
খ্রিষ্টযাগ শেষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঢাকা ক্রেডিট পরিবার। সমিতির সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, সিও স্বপন রোজারিও এবং জোনাস গমেজসহ কর্মীবৃন্দ।

এ দিন হাউজিং সোসাইটি ও বিভিন্ন সংঘ-সমিতির নেতৃবৃন্দ ডানিয়েল পিউরীফিকেশনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা প্রয়াতের আত্মার চিরকল্যাণ কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রয়াত ডানিয়েল কোড়াইয়া ১৯৬৩ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। তারা ছিলেন ১১ ভাই-বোন। মৃত্যুকালে তিনি স্ত্রী জলি পিউরীফিকেশন, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্যা গুনাগ্রহী রেখে যান।

তিনি ছিলেন একজন সফল কৃষক ও সমবায়ী। সামাজিক ও মান্ডলিক কাজের সাথে তিনি সক্রিয়াভাবে অংশগ্রহণ করতেন। ঈশ্বর তার আত্মাকে চিরশান্তি দান করুন।