শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা অশ্বনী ফ্রান্সিস ডি’কস্তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ডিসিনিউজ ।। ঢাকা
সৃষ্টিকর্তার ডাকে পরপারে পাড়ি জমালেন বীর মুক্তিযোদ্ধা অশ্বনী ফ্রান্সিস ডি’কস্তা (মাষ্টার)।
৯ জুলাই, দুপুর দেড়টায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি ঢাকা ক্রেডিটের প্রাক্তন সিও এবং কাককো লি:-এর প্রাক্তন সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ৭১’র মহান মুক্তিযুদ্ধের একজন বীরসেনা।
১০ জুলাই, রাঙ্গামাটিয়ায় শেষকৃত্যানুষ্ঠানের খ্রিষ্টযাগের পর তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
এ সময় তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিট, কাককো লি:, মুক্তিযোদ্ধা সংসদ, খ্রিষ্টান হাউজিং সোসাইটিসহ বিভিন্ন সংঘ ও সংগঠন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও কাককো লি:-এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও কাককো লি:-এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তারা প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
এ ছাড়াও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও মহান এই মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর আত্মার কল্যাণ কামনা করেন।
অশ্বনী স্যার ১৯৪৭ সালের ২৪ ডিসেম্বর রাঙ্গামাটিয়া মিশনে জন্মগ্রহণ করেন।