ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

0
427

ডিসিনিউজ ।। ঢাকা

২০১৮ সালে সরকারী দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

১৬ জুলাই, ঢাকার জাতীয় শহিদ মিনারে পরিষদের অন্যতম সভাপতি উষাতন তালুকদারের সভাপতিত্বে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নির্মল রোজারিও এবং ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সুব্রত হাজরা ও ঐক্য পরিষদের বিভিন্ন শাখা সংগঠন ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিউফিল রোজারিও, এসোসিয়েশনের কেন্দ্রীয় শাখার নেতা জন অরুনেষ বাড়ৈ, শিপ্রা দাস, মলয় নাথ, করবী জয়ধর, নিলু বিশ্বাস, ডেভিট হালদার, ভিক্টর রে, সাইমন অরুন হালদার, গাব্রিয়েল কস্তা, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, প্রাক্তন বোর্ড অব ডিরেক্টর জন নিলু চাম্মুগংসহ আরো অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানান এবং ২০১৮ সালের নির্বাচনে সরকারী দল যে কথা বা ইসতেহার দিয়েছিল, সেই মতো ব্যবস্থাগ্রহণ করেনি বলে প্রতিবাদ এবং নিন্দা জানান। তারা বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে সরকারী দল সংখ্যালঘুদের জন্য ইসতেহার দিয়ে নির্বাচনে এসেছিল। কিন্তু তারা ক্ষমতায় আসার পর তারা আর কথা রাখেনি। তারা সংখ্যালঘু কমিশনসহ বিভিন্ন প্রতিশ্রæতি দিয়েও তা রাখেনি, বরং দিন দিন সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েই চলেছে।’

‘ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে উসকালিমূলক কথা ও বিভ্রান্তি ছড়িয়ে সংখ্যালঘুদের বাড়ি-ঘর জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া, মন্দিরে হামলাসহ বিভিন্ন ধরণের বর্বরোচিত কর্মকান্ড সংগঠিত হচ্ছে। আর এসব বিষয়ে প্রশাসন ও সরকার নিরব ভ‚মিকা পালন করছে। মৌলবাদী কর্মকান্ডকে সরকার যেন একপ্রকার সমর্থনই করছে নিরব থেকে। সরকার ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বললেও, ফিরে যাচ্ছে না। ৭২-এর সংবিধানে ফিরে গিয়ে ধর্মবাদী রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে সরকার জামায়াত, মৌলবাদীদের ভয়ে পিছিয়ে যাাচ্ছে। আমরা বার বার সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের জন্য দাবি জানিয়ে আসছি, কিন্ত কোনো ফল পাচ্ছি না। এমনকি সংখ্যালঘুদের জন্য আলাদা কমিশন গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। একটি গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সবাই সমান অধিকার লাভ করে। আশা করি, মুক্তিযুদ্ধের চেতনার দল হিসেবে সরকার সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করবে।’ বলেন সমাবেশে বক্তারা।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ জাতীয় শহিদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ নেয়।