শিরোনাম :
নাগরীতে ঢাকা ক্রেডিটের বিভিন্ন উপ-কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। নাগরী
নাগরীতে অনুষ্ঠিত হল ঢাকা ক্রেডিটের বিভিন্ন উপ-কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।
৬ আগস্ট, ঢাকা ক্রেডিট নাগরী সেবাকেন্দ্র পরিচালনা কমিটি, খেলাপী ঋণ আদায় কমিটি, আঞ্চলিক শিক্ষা কমিটি ও উপদেষ্টাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির সেক্রেটারি সুব্রত রিচার্ড রোজারিও, ব্রাঞ্চ পরিচালনা কমিটির আহ্বায়ক জনি এস. গমেজ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ রড্রিক্স, কালীগঞ্জ উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যন শর্মিলী রোজারিও, নাগরী ক্রেডিটের ভাইস-চেয়ারম্যান নিখিল রোজারিও, ট্রেজারার বিদ্যুৎ ভিক্টর এসেনসন, অঞ্জলিক শিক্ষা কমিটির আহবায়ক লিটন রোজারিওসহ আরো অনেকে।
এ সময় সুব্রত রিচার্ড রোজারিও ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও সমিতির উন্নয়নমূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। বীর মুক্তিযোদ্ধা সন্তোষ রড্রিক্স ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন।