ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ছেলেমেয়েরা খুশি, ঢাকা ক্রেডিটও খুশি: নদ্দা স্কুলটি নতুন ভবনে স্থানান্তর

ছেলেমেয়েরা খুশি, ঢাকা ক্রেডিটও খুশি: নদ্দা স্কুলটি নতুন ভবনে স্থানান্তর

0
765

মনোরম পরিবেশে আরো উন্নত ও মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশে ঢাকা ক্রেডিট নদ্দা স্কুলটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টায় ঢাকা ক্রেডিটের ভাইস- প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ ভবনের উদ্ধোধন করেন।

তিনি বলেন,‘সবার শ্রমে ও ঘামে হাটিহাটি পা পা করে ঢাকা ক্রেডিট নদ্দা স্কুল সাত বছরে পদার্পণ করলো। খুবই চমৎকার অবকাঠামো তৈরি হয়েছে। নিশ্চয় শিক্ষকরা এর মর্যাদা দিবেন। ছেলেমেয়েদের আদর, স্নেহ, ভালবাসা দিয়ে বড় করবেন। ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যেন সবসময় সু-সম্পর্ক বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করবেন।’ ঢাকা ক্রেডিটের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, একদিন ঢাকা ক্রেডিটের হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট হবে। সেখানে আপনাদের ছেলেমেয়েদের অগ্রাধিকার থাকবে। সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মানসম্মত ও আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্যে তিনি ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, একদিন বাংলাদেশের সর্বত্র এই স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে। 01‘যুগোপযোগী শিক্ষা আমাদের লক্ষ, আত্ননির্ভরশীল দেশ আমাদের স্বপ্ন’ স্লোগানে ২০০৯ সালে ঢাকা ক্রেডিট নদ্দায় স্কুল প্রতিষ্ঠা করে। ১৬ জন ছাত্রছাত্রী নিয়ে স্কুলটি যাত্রা শুরু করলেও বর্তমানে এর ছাত্রছাত্রী সংখ্যা ২০৭ জন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মিলিয়ে শিক্ষক রয়েছেন ১০ জন। কেজি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শিক্ষাসহ অন্যান্য সেবা প্রদানের উদ্দেশে ঢাকা ক্রেডিট নদ্দার নিজস্ব জায়গায় ছয়তলার একটি নতুন ভবন নির্মাণ করেছে। ২৮৫০ স্কয়ার ফিট সমৃদ্ধ দ্বিতীয় ও তৃতীয় তলা স্কুলের শিক্ষা কার্যক্রমের জন্যে ব্যবহৃত হবে। এ উপলক্ষে ভবনটি নতুন সাজে সজ্জিত করা হয়। ছেলেমেয়েরা সাদা-বেগুনি ইউনিফর্ম পরে সকাল থেকে তাদের অভিভাবকদের নিয়ে আসতে থাকে। নতুন ভবন পেয়ে অনেককে উল্লাস করতে দেখা গেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশপ ফিলিপ পি. অধিকারী, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, উপদেষ্টা পিটার লরেন্স গমেজ ও আলবার্ট রয় এবং ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর পাপিয়া রিবেরু, ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, সুপারভাইজরি কমিটির সদস্য অবিনাশ নকরেক ও মানিক লরেন্স রোজারিও, আদিবাসী নেতা প্রদীপ স্কু, স্কুল পরিচালানা কমিটির সেক্রেটারি শিপন রোজারিও, লাবনী গমেজ প্রমুখ।IMG_7288

কথা হচ্ছিল অভিভাবক নিয়াজ মামুনের সাথে। ছেলে ঢাকা ক্রেডিট নদ্দা স্কুলে কেজি তে পড়ে। তিনি বলছিলেন, ‘এই স্কুলটি এই এলাকায় অন্যদের থেকে আলাদা। খুবই চমৎকার পরিবেশ, নিয়ম-কানুনও ভাল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আমরা অভিভাবকরা এই স্কুলে ছেলেমেয়েদের পাঠিয়ে নিরাপদ বোধ করি। টিচাররা ছেলেমেয়েদের ভাল যত্ন নেয়। প্রতিদিন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ করা হচ্ছে এবং সুশঙ্খল ভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। যা তাদের আদর্শ দেশ প্রেমিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে।’
ছোট্ট ছেলে মাসমুন, কেজিতে পড়ে। অন্য সবার সাথে সেও খুবই আনন্দিত। এই স্কুলে পড়তে কেমন লাগে জানতে চাইলে সে বলল, ‘খুবই ভাল লাগে। টিচাররা অনেক আদর করে।’
মিনু দফো’র তিন ছেলেমেয়ে ঢাকা ক্রেডিট স্কুলে পড়ে। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘খুবই সুন্দর ও মনোরম পরিবেশ। শিক্ষকদের ব্যবহার ও নিয়ম-কানুন অত্যন্ত ভাল।’ তিনি স্কুলের ন্যায় আগামীতেও ছেলেমেয়েদের মধ্যে মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য ঢাকা ক্রেডিটকে এগিয়ে আসার আহ্বান জানান। 03ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন,‘বাংলাদেশে সেবা ও শিক্ষা খাতে খ্রিষ্টানদের সুনাম সর্বজনবিদিত। প্রচেষ্টা থাকবে স্কুলে বাংলা ভার্সনের পাশাপাশি যেন ইংরেজি ভার্সনওটাও চালু করা যায়।’ এজন্য তিনি অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, যার যেদিকে জোক রয়েছে তাকে সেভাবে গড়ে তুলতে হবে, উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে তিনি শিক্ষক-অভিভাবক সবাইকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি অভিভাবকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ছেলেমেয়েদের এই স্কুলে পাঠিয়ে আপনারা ঢাকা ক্রেডিটকে কৃতার্থ করেছেন। এই বিদ্যাপীঠ যেন আদর্শ বিদ্যাপীঠ হয়ে গড়ে উঠতে পারে এবং সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে সে জন্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এসএস/আরপি/২৬ ফেব্রুয়ারি, ২৯১৭