ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের যুব উৎসবের প্রস্তুতি সভা

ঢাকা ক্রেডিটের যুব উৎসবের প্রস্তুতি সভা

0
196

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের যুব উৎসবের প্রস্তুতিমূলক সভা। ২১ আগস্ট, ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্রেডিট কর্তৃক যুবাদের নিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর যুব উৎসব পালন করতে যাচ্ছে। উক্ত উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

যুব কমিটির আহ্বায়ক বোর্ড অব ডিরেক্টর সজল যোসেফ গমেজের সভাপতিত্বে এবং সুপারভাইজরি কমিটির সদস্য পিয়ন্ত সি. কস্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ন্যায় সত্য ও সুন্দর দলের আহ্বায়ক নিপুন সাংমাসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় অতিথিবৃন্দরা যুবাদের শক্তিমত্তার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন, সামাজিক ইতিবাচক পরিবর্তন এবং ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় ঢাকা ক্রেডিটের অনুষ্ঠিতব্য যুব উৎসব সার্থক ও সাফল্যমন্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় যুবারা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ ও যুব উৎসবে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।