শিরোনাম :
সাভারের আনন্দপুরে ঢাকা ক্রেডিটের নতুন কালেকশন বুথ উদ্বোধন ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। সাভার
সাভার আনন্দপুরে ঢাকা ক্রেডিটের নতুন সেবা বুথের উদ্বোধন করা হলো। সেই সাথে অনুষ্ঠিত হলো আঞ্চলিক শিক্ষা সেমিনার।
২ সেপ্টেম্বর, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, অন্যান্য পরিচালনা পর্ষদ এবং স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে প্রত্যাশা সমবায় সমিতির কার্যালয়ে এই কালেকশন বুথ উদ্বোধন করা হয়। এরপরই মেমোরিয়াল ব্যপ্টিস্ট চার্চে আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। কালেকশন বুথ উদ্বোধন ও শিক্ষা সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, মেমোরিয়াল চার্চের রেভারেন্ট সুজয় সিনহা, প্রত্যাশা সমিতির সভাপতি আলবার্ট জনি বাড়ৈ, সহ-সভাপতি রুথ তালুকদার, সেক্রেটারি আইজাক রানা বনিকসহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও। এ ছাড়াও ঢাকা ক্রেডিটের সিও বিপুল টি. গমেজ, সাভার সেবাসেন্টারের ইনচার্জ মিল্টন পিনারুসহ আরো অনেকে উপস্থিত থেকে অনুষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করেন।
কালেকশন বুথ উদ্বোধনকালে স্থানীয় ব্যক্তিবর্গ আনন্দ প্রকাশ করেন, সেই সাথে ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
শিক্ষা সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের ভূঁয়শী প্রশংসা এবং ঢাকা ক্রেডিটের সাথে পথ চলে উন্নয়নে অংশিদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আনন্দপুর কালেকশন বুথে প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সদস্যগণ অর্থ জমা দিতে পারবেন।