শিরোনাম :
সমবায় অধিদপ্তরে বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকায় সমবায় অধিদপ্তরে বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর, সকাল ১০টায় বাংলাদেশ উপজেলা সমবায় অফিসার্স (সমমর্যাদা) এসোসিয়েশনের আয়োজনে অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় অফিসার্স (সমমর্যাদা) এসোসিয়েশনের আহ্বায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার ও অতিরিক্ত নিবন্ধক আহসান কবীর।
অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের অধিনে সারা বাংলাদেশের থানা পর্যায়ের সকল অফিসারগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনা সভায় অংশ নেয়।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘বঙ্গবন্ধু যে সমবায় নিয়ে স্বপ্ন দেখেছেন, আমাদের তা বাস্তবায়ন করতে হবে। আর সমবায়ের সফল বাস্তবায়ন করতে হলে আমাদের বঙ্গবন্ধুর দর্শন সম্পর্কে জানতে হবে। বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের সরকার, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশের উন্নয়ন করে যাচ্ছে। কিন্তু স্বাধীনতাবিরোধী দলগুলো বার বার উন্নয়ন ব্যহত করতে চেষ্টা করে যাচ্ছে। আমরা তা, হতে দেব না। আমরা সমবায়ীরা এক হয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখবো।’
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর, উপজেলা সমবায় অফিসার্স (সমমর্যাদা) এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের জয় লাভ করে আজকের আলোচনা সভার এক পর্যায়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।