ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নির্মিতব্য ডিভাইন মার্সি হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আলোচনা সভা

নির্মিতব্য ডিভাইন মার্সি হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আলোচনা সভা

0
331

ডিসিনিউজ ।। কালীগঞ্জ

কালীগঞ্জের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিট কর্তৃক নির্মিতব্য ডিভাইন মার্সি হাসপাতাল কমিটির সদস্য, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ ও নির্মাণ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা।

৩ সেপ্টেম্বর, মঠাবাড়ীতে হাসপাতাল প্রকল্প ভবনে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল কমিটির আহ্বায়ক ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, হাসপাতাল কমিটির সদস্য সচিব ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, উপ-সদস্য সচিব ও সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মোছা. নূর-ই-জান্নাত, হাসপাতাল কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সদস্য ও ঢাকা ক্রেডিটের বর্তমান ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সদস্য ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সদস্য ও মেট্রোপলিটান থানা সমবায় অফিসার তাসলিমা আক্তার, সদস্য ও ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, সদস্য ও ঢাকা ক্রেডিটের এডিসিইও শীরেন সিলভেস্টার গমেজ, সদস্য ইঞ্জিনিয়ার জর্জ ষ্টিফেন ঘোষ, সদস্য সিস্টার নিবেদিতা এসএমআরএ, হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ, প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এবং নির্মাণ প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় হাসপাতালের সিইও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গমেজ হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এরপর হাসপাতালের কার্যক্রমের সাথে কোন কোন সফট্ওয়্যার ব্যবস্থাপনা সন্নিবেশিত করতে হবে সেই চিত্র তুলে ধরেন ঢাকা ক্রেডিটের আইসিটি কনসালটেন্ট অলড্রিন টমাস গেইন।

উল্লেখ্য, সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আগামী ১৬ এপ্রিল থেকে ডিভাইন মার্সি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হবে।