ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৫ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট গোল্লা ধর্মপল্লীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

গোল্লা ধর্মপল্লীতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

0
270

ডিসিনিউজ ।। নবাবগঞ্জ

নবাবগঞ্জের গোল্লা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার।

১০ সেপ্টেম্বর, গোল্লা ধর্মপল্লীর খ্রিষ্টবিশ্বাসীদের নিয়ে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্রেডিটের উপদেষ্টা টমাস রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল ডি’ক্রুজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, পাপিয়া রিবেরু, প্রত্যেশ রাংসা, পল্লব লিনুস ডি’রোজারিও, মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সদস্য মাধবী অনীতা গমেজ, নারী কমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জু মারিয়া পালমা, গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ভাইস-চেয়ারম্যান বিমল গমেজ, সেক্রেটারি পিটার প্রভাত গমেজ, আঠারোগ্রাম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান বিজয় গমেজ, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা পরিমল গমেজ, উপদেষ্টা পিটার শ্যামল রড্রিক্স, গোল্লা যুব সংঘের ভাইস-চেয়ারম্যান স্বপ্নীল রড্রিক্স প্রমুখ।

আঞ্চলিক শিক্ষা সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও। এ ছাড়াও ঢাকা ক্রেডিটের সিও বিপুল টি. গমেজ ও সেক্রেটারিয়েট ইনচার্জ তপন টি. গমেজসহ আরো অনেকে উপস্থিত থেকে শিক্ষা সেমিনারটি সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করেন।

শিক্ষা সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের ভূঁয়শী প্রশংসা এবং ঢাকা ক্রেডিটের সাথে পথ চলে উন্নয়নে অংশিদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিটের উপর সার্বিক তথ্য উপস্থাপন করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এ সময় তিনি ঢাকা ক্রেডিটের সাথে থেকে উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের নিকট একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান।

এই দিন মুক্তালোচনায় অংশ নিয়ে গোল্লাবাসী ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা লাভ করেন এবং ঢাকা ক্রেডিটের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।