ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বটমলী স্কুলের প্লাটিনাম জুবিলির আনুষ্ঠানিক উদ্বোধন

বটমলী স্কুলের প্লাটিনাম জুবিলির আনুষ্ঠানিক উদ্বোধন

0
229

ডিসিনিউজ ।। ঢাকা

বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরের প্লাটিনাম জুবিলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

২৯ সেপ্টেম্বর, স্কুলের প্রাঙ্গণে প্রধান শিক্ষক সিস্টার মেরি সুপ্রীতি এসএমআরএ এই জুবিলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুব্রত বি. গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজসহ স্কুলের শিক্ষক, প্রাক্তন ও বর্তমানে পড়াশোনারত ছাত্রীবৃন্দ।

জুবিলির আনুষ্ঠানিক উদ্বোধনে জুবিলি’র কাউন্ট-ডাউন মেশিন, রেজিস্ট্রেশন ও র‌্যাফেল ড্র’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ দিন প্রধান শিক্ষক এবং অতিথিবৃন্দরা বেলুন উড়িয়ে জুবিলি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

‘প্রাণের উচ্ছ¡াসে শিকড়ের টানে, এসো বটমলী প্রাঙ্গণে’ ¯েøাগান নিয়ে আগামী ২০-২১ জানুয়ারি, ২০২৩ সালে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছরের প্লাটিনাম জুবিলি পালন করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ জুবিলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।