ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাককো লি:’র ‘সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০২২’ বিষষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাককো লি:’র ‘সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০২২’ বিষষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
320

ডিসিনিউজ ।। ঢাকা

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি: কর্তৃক আয়োজিত হলো প্রস্তাবিত খসড়া “সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০২২” শীর্ষক মতবিনিময় সভা।

৯ অক্টোবর, সকাল ১০টায় মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ গেস্ট হাউজ এন্ড ট্রেনিং সেন্টারে কাককো’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাককো’র ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, অভ্যন্তরীণ নিরীক্ষা কোষের সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং ২৩টি সদস্য সমবায় সমিতির প্রতিনিধিসহ ৯০ জন সমবায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাককো’র প্রাক্তন চেয়ারম্যান নির্মল রোজারিও, প্রাক্তন সদস্য-সচিব বাবু মার্কুস গমেজ, চ্যাপলেইন ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ সিএসসি, ঢাকা ক্রেডিট-এর সেক্রেটারী হেমন্ত আই. কোড়াইয়া এবং ঢাকা ক্রেডিট-এর সিইও লিটন টমাস রোজারিও। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কাককো’র সেক্রেটারী ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।

মুক্তালোচনা অংশে সকল সদস্য সমিতির চেয়ারম্যান ও সেক্রেটারীগণ সক্রিয় অংশগ্রহণ করেন। সভায় প্রস্তাবিত খসড়া “সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০২২”-এর সকল ধারাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অংশগ্রহণকারীগণের দলীয় আলোচনার মাধ্যমে সকলের মতামত গ্রহণ করা হয় এবং দলীয় আলোচনার পরবর্তীতে সকল সমিতি হতে প্রস্তাবিত আইনের ধারাসমূহ নিয়ে ভোটিং পর্ব পরিচালনা করেন সেক্রেটারী ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।

প্রস্তাবিত আইনের অধিকাংশ ধারা নিয়েই সকলে একমত পোষণ করেন, তবে কিছু কিছু ধারা রয়েছে যা সমবায় আন্দোলন বিকাশে অন্তরায় তা নিয়ে দ্বিমত পোষণ করেন। অতিসত্বর কাক্কো’র পক্ষ হতে মতামতসমূহ সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এবং এর কপি সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা হবে। একইসাথে সকল সদস্য সমিতিও নিজেদের মতামত দাখিল করবেন এবং এই বিষয়ে দ্রুত একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।
সকলেই সভাটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে বলে মতামত প্রদান করেন এবং এই সুন্দর আয়োজনের জন্য কাক্কো’কে ধন্যবাদ জানান।