ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি

0
296
এ সময় এলাকাবাসী স্কুলের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং নিজেরাও সচেতন হওয়ার জন্য অন্যদের আহ্বান করেন।

ডিসিনিউজ ।। ঢাকা

‘আমাদের চারপাশ পরিস্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ স্লোগানে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীরা ডেঙ্গু সচেতনামূলক একটি র‌্যালিতে অংশ নেয়।

১১ সেপ্টেম্বর, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল এই র‌্যালির আয়োজন করে। সকাল সাড়ে ১১ টায় র‌্যালিটি স্কুল হতে শুরু করে জোয়ার সাহারা বাজার, কুড়িল চৌরাস্তা, জমজ রোড, লিচু বাগান ও মিন্টু সড়ক হয়ে স্কুল ক্যাম্পাসে এসে শেষ হয়।

এ সময় স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী বলেন, ‘বর্তমানে আমাদের এলাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ খুব বেড়ে গিয়েছে এবং প্রতিদিন হাসপাতালে, বাড়িতে রোগির সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছাড়া আর কোনো বিকল্প নাই। জনগণ সচেতন হলেই ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর ভ‚মিকা রাখা সম্ভব হবে। তাই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনা জাগরণের জন্য স্কুলের পক্ষ থেকে এই সচেতনতামূলক র‌্যালির আয়োজন করেছি।’ শিক্ষার্থীরা বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে র‌্যালিতে অংশ নেয়।

এ সময় এলাকাবাসী স্কুলের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং নিজেরাও সচেতন হওয়ার জন্য অন্যদের আহ্বান করেন। র‌্যালি শেষে শিক্ষার্থীরা নিজেদের ঘর-বাড়ি, বসবাসের আশেপাশের স্থানসহ অন্যান্যদের বাসস্থান ও এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতিজ্ঞা করে।