ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও’র ৪৬তম জন্মদিন পালন (ভিডিও)

ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও’র ৪৬তম জন্মদিন পালন (ভিডিও)

0
341

ডিসিনিউজ ।। ঢাকা

পালন করা হয়েছে ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার (সিইও) লিটন টমাস রোজারিও’র ৪৬তম শুভ জন্মদিন।

এই দিন ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এবং কর্মীদের অংশগ্রহণে এই জন্মদিনের উৎসব উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, এডিশনাল প্রধান নির্বাহী অফিসার শীরেন সিলভেস্টার গমেজ, ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিও, কর্মী এবং সিইও’র পরিবারবৃন্দ।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘লিটন টমাস রোজারিও খুব অল্প বয়সে এই বৃহৎ সমিতির ৬০০ কর্মীকে নেতৃত্ব প্রদান করছেন। তিনি সামনের দিনে আরো দহ্মতার সাথে বলিষ্ঠভাবে কাজ করে যাবেন। আগামীতে নতুন বোর্ড আসলে, তাদেরও তিনি বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেবেন বলে আশা করছি।’

লিটন টমাস রোজারিও জন্মদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং যারা এই সুন্দর অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনারা আজকে আমার এবং আমার পরিবারকে নিয়ে যে আয়োজন করেছেন, আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমি আরো স্পৃহার সাথে আপনাদের নিয়ে কাজ চালিয়ে যাবো।’

অনুষ্ঠানে প্রধান নির্বাহী অফিসার (সিইও) লিটন টমাস রোজারিও’কে বর্তমান বোর্ডের পক্ষ থেকে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় প্রেসিডেন্ট ও কর্মীদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শেষে সকলকে সাথে নিয়ে সিইও কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।

লিটন টমাস রোজারিও ২০১৯ খ্রিষ্টাব্দের ১ নভেম্বর থেকে ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর পূর্বে তিনি সহকারী প্রধান নির্বাহী অফিসার, চিফ অফিসারসহ বিভিন্ন পদে দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছেন।
২ মার্চ, ২০০২ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা ক্রেডিটে জুনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তাঁর দুরদর্শি চিন্তা-ভাবনা, কর্মতৎপরতা, দক্ষতা, বিচক্ষনতা এবং পরিশ্রমের ধারাবাহিকতায় তিনি আজ এত বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

লিটন টমাস রোজারিও ১৯৭৬ সালের ১ নভেম¦র নাগরী মিশনের গাড়ারিয়া গ্রামের পিউস সি. রোজারিও এবং শান্তি রোজারিও’র কোল জুড়ে জন্ম নেন। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি, সরকারী তিতুমীর কলেজ থেকে ডিগ্রি এবং অতীশ দিপঙ্কর ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

স্ত্রী পিংকী সিসিলিয়া গমেজ এবং দুই মেয়ে পঙ্ক্তি ও পুঁথিকে নিয়ে তাদের সুখের সংসার।