শিরোনাম :
সেরা সমবায়ী পুরস্কার পেতে যাচ্ছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা
ডিসিনিউজ ।। ঢাকা
দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা সেরা সমবায়ী হিসেবে জাতীয় পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন।
ঢাকা ক্রেডিটের ৬২তম বার্ষিক সাধারণ সভায় বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক রিয়াজুল কবীর এই কথা উল্লেখ করেন। তিনি সাধারণ সভায় বলেন, ‘ঢাকা ক্রেডিটের সদস্যদের আনন্দের সাথে জানাচ্ছি, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা জাতীয় সমবায় পুরস্কার হিসেবে সেরা সমবায়ীর পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন। আগামীকাল জাতীয় সমবায় দিবসে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে। এই জন্য প্রেসিডেন্ট কস্তা এবং এই সমিতির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
এ সময় সদস্যরা এই আনন্দের খবর শুনে পংকজ গিলবার্ট কস্তাকে শুভেচ্ছা জানান। সেই সাথে সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথি ও ঢাকা ক্রেডিটের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট কস্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
৫ নভেম্বর, জাতীয় সমবায় দিবসে রাষ্ট্রীয় এই সম্মান গ্রহণ করবেন প্রেসিডেন্ট কস্তা। এবার সমবায়-২১ এর জাতীয় পুরস্কারের সেরা সমবায়ীর পুরস্কার গ্রহণ করবেন তিনি।