ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা

জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা

0
193

ডিসিনিউজ ।। ঢাকা

দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। ৫১তম জাতীয় সমবায় দিবসে ২০২১-এর শ্রেষ্ঠ সমবায়ীর ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।

৫ নভেম্বর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমবায় অধিদপ্তর জাতীয় সমবায় দিবসের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। উক্ত দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম এমপি, সচিব মো. মশিউর রহমান এনডিসি, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক ড. তরুন কান্তি শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ১৩(খ) নম্বর অনুচ্ছেদে সমবায়কে সম্পদের মালিকানার দ্বিতীয় খাত হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি দেশের জনগণের পুষ্টি চাহিদা পূরণের লক্ষে দরিদ্র, ভূমিহীন, নি¤œবিত্ত দুগ্ধ উৎপাদনকারীদের স্বার্থ সংরক্ষণপূর্বক তাদের সমবায়ের মাধ্যমে সুসংগঠিত করতে ১৯৭৩ সালে ‘সমবায় দুগ্ধ প্রকল্প’ নামে একটি দুগ্ধশিল্প উন্নয়ন প্রকল্প গ্রহণ করে পাঁচটি দুগ্ধ উৎপাদনকারী এলাকায় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। আজকের মিল্ক ভিটা তাঁরই সুদূরপ্রসারী উদ্যোগের ফসল।’

অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। ৫১তম জাতীয় সমবায় দিবসে ২০২১-এর শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণকালে তাঁর সাথে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ ও কর্মীবৃন্দরা।

এ দিন প্রেসিডেন্ট পংকজ কস্তা পুরস্কার প্রাপ্তিতে ঢাকা ক্রেডিটের কর্মকর্তা, কর্মী এবং সদস্যদের ধন্যবাদ জানান। তিনি অনুভ‚তি ব্যক্ত করে বলেন, ‘এই অর্জন আমার একার নয়। এই অর্জন ঢাকা ক্রেডিটের বর্তমান ও বিগত বোর্ড, কর্মী এবং সদস্যদের। সবাইকে ধন্যবাদ জানাই বিভিন্ন সময়ে সকলের সহযোগিতায় ঢাকা ক্রেডিটকে এগিয়ে নিতে পেরেছি। আজ আমরা সমবায় সেক্টরে অনুসরণীয় এবং সফল ক্রেডিট ইউনিয়ন। দেশবাসীকে জাতীয় সমবায় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

এ দিন ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিইওসহ কর্মকর্তা ও কর্মীরা প্রেসিডেন্ট পংকজকে শুভেচ্ছা ও অভিন্দন জানান। পুরস্কার গ্রহণের পর সম্মেলন কেন্দ্র থেকে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে প্রেসিডেন্ট পংকজকে নিয়ে আসা হয়। সেখানে এক সংক্ষিপ গণসংবর্ধনা দেয় ব্যবস্থাপনা কমিটি ও কর্মীরা।