শিরোনাম :
ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর ৫ম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর ৫ম বার্ষিক সাধারণ সভা-২০২২।
১২ নভেম্বর, ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় বিকে গুড কনফারেন্স হলে সোসাইটির সেক্রেটারি মার্ক খোকন কস্তার সঞ্চালনায় চেয়ারম্যান জোনাস গমেজের সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া ও প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিওসহ আরো অনেকে।
সভাপতি জোনাস গমেজ তাঁর বক্তব্যে সকল সদস্য-সদস্যাদের আজ ৫ম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনাদের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সকল সদস্য-সদস্যাদের নিয়ে সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
বিশেষ অতিথি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, সোসাইটির উপদেষ্টাদের সাথে নিয়ে সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করার মাধ্যমে সোসাইটির কাজকে আরো বেগবান করতে হবে। তিনি নিজেও কর্মপরিকল্পনা নির্ধারণে সাহায্য করবেন বলে জানান।
বিশেষ অতিথি পিটার রতন কোড়াইয়া বলেন, সোসাইটিকে এখন জমি ক্রয় বা ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের দিকে মনোযোগ দিতে হবে। তিনি সোসাইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথি লিটন টমাস রোজারিও বলেন, সোসাইটির লক্ষ্য থাকতে হবে অনেক বড়, তাহলে অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব। গঠনমূলক আলোচনার মাধ্যমে পরিকল্পনা করে সোসাইটি আরো সুন্দরভাবে কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন।
বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচীর মধ্যে ছিলো- জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, পবিত্র বাইবেল থেকে পাঠ ও প্রার্থনা, মৃত: সদস্য-সদস্যাদের আত্মার কল্যাণে নীরবতা পালন, সভাপতির স্বাগত বক্তব্য, ৪র্থ বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ্ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদন, বার্ষিক হিসাব বিবরণী পেশ ও অনুমোদন, মূলধনী ও মুনাফা জাতীয় বাজেট পেশ ও অনুমোদন, নতুন প্রস্তাবনা পেশ ও অনুমোদন, বিশেষ অতিথিদের বক্তব্য এবং লটারী ড্র।
সোসাইটির ভাইস-চেয়ারম্যান বিপুল টি. গমেজের ধন্যবাদ এবং ইলিয়াস পিন্টু কস্তার শেষ প্রার্থনার মধ্য দিয়ে ৫ম বার্ষিক সাধারণ সভা সমাপ্ত হয়।