শিরোনাম :
ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচনী ফলাফল ঘোষণা
ডিসিনিউজ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর বিশেষ সাধারণ সভা এবং নতুন বোর্ডের ফলাফল ঘোষণা।
১৯ নভেম্বর ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় বিকে গুড কনফারেন্স হলে এই সভা ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। সোসাইটির নির্বাচনী কমিশনের সদস্য জেলা সমবায় পরিদর্শক মো. নকীব উল্লাহ নতুন নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। জোনাস গমেজ- চেয়ারম্যান, বিপুল টি. গমেজ ভাইস-চেয়ারম্যান, খোকন মার্ক কস্তা- সেক্রেটারি, সুরেন নিকোলাস রেগো- জয়েন্ট সেক্রেটারি এবং দীনেশ চৌকিদার- ট্রেজারারসহ বোর্ডের ১২ জন সদস্যই বিনাপ্রদিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ সময় নতুন নির্বাচিত বোর্ড সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।