শিরোনাম :
ঢাকা ক্রেডিটের আয়োজনে অনুষ্ঠিত হলো আয়বৃদ্ধিমূলক কর্মশালা’
ডিসিনিউজ ।। কালীগঞ্জ
ঢাকা ক্রেডিটের আয়োজনে কালীগঞ্জের জয়রামবেরে অনুষ্ঠিত হলো আয়বৃদ্ধিমূলক কর্মশালা।
২৭ নভেম্বর তারিখে জয়রামবেরের প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগী কৃষকদের নিয়ে গরু মোটাতাজাকরণ, হাঁস পালন, ধাপের উপর সবজি চাষ সম্পর্কিত এই কর্মশালার আয়োজন করা। কর্মশালায় গ্রামের ৩১ জন উদ্যোগী কৃষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিস্তারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের এডিশনাল প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন। এ ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের চীফ অফিসার জোনাস গমেজ।
গরু মোটাতাজাকরণ, হাসপালন ও ধাপের উপর সবজি চাষ বিষয় নিয়ে আলোচনা করেন পশুসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিব। এ ছাড়া প্রশিক্ষণ শেষে কৃষকরা আর্থিক সংস্থানের জন্য ঋণ গ্রহণ এবং আর্থিক ব্যবস্থাপনা কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করেন ঢাকা ক্রেডিটের লোন বিভাগের ব্যবস্থাপক প্রবীন পিউরীফিকেশন।
এই কর্মশালার মাধ্যমে জয়রামবের গ্রামের উদ্যোগী কৃষকরা অনেক উপকৃত হবে বলে জানান জয়রামবেরের গ্রামবাসী। ঢাকা ক্রেডিটকে ভবিষ্যতে এরকম কর্মশালা আবারো আয়োজনের আহবান জানান তারা।