ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা...

তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টকে সংবর্ধনা

0
234

ডিসিনিউজ ।। ঢাকা

ডিসেম্বর, ২০২২ তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির চেয়ারম্যান মি. কলিন্স টলেন্টিনুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাক্কো) লি: এর চেয়ারম্যান এবং দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা এবং ইন্টার-ডায়োসিশান এক্লেসিয়াশটিকাল (চার্চ) ট্রাইব্যুনালের জুডিসিয়াল ভিকার শ্রদ্ধেয় ফাদার মিন্টু এল. পালমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর ভাইস-প্রেসিডেন্ট মি. আলবার্ট আশিস বিশ^াস, তেজগাঁও থানা সমবায় কর্মকর্তা জনাব মো. রেজাউল বারি, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাক্কো) লি: এর ভাইস-চেয়ারম্যান মি. অনীল লিও কস্তা, তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটি ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান মি. অসীম হিউবার্ট গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মি. আনন্দ ফিলিপ পালমা, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান মি. সুকুমার লিনুস ক্রুশ, তুমিলিয়া বহুমুখী সমিতির সাবেক চেয়ারম্যান মি. অমল আগষ্টিন গমেজ, উপদেষ্টা মি. সন্তোষ লুইস গমেজ, মি. বাদল বেঞ্জামিন রোজারিও, মি. সুনীল পেরেরা, মি. এভারিশ গ্রেগরী, মি. আলফ্রেড রোজারিও, মি. মন্টু পিটার রোজারিও প্রমুখ।

শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার-২০২১ অর্জন করায় দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাক্কো) লি: এর চেয়ারম্যান এবং দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান সুচির মধ্যে ছিলো- চেয়ারম্যানের স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী, বিগত বছরে কার্যক্রম প্রতিবেদন, হিসাব বিবরণী, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির প্রতিবেদন ও উপ-আইন সংশোধন উপস্থাপন ও অনুমোদন। সমিতির ভাইস-চেয়ারম্যান মি. টেরেন্স পেট্রিক পালমার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা শেষ হয়। সভাটি পরিচালনা করেন সেক্রেটারি মি. প্রবীন প্লাসিড পিউরীফিকেশন।