ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রাক-বড়দিন উদযাপন

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রাক-বড়দিন উদযাপন

0
170

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিট চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে প্রাক্-বড়দিন উদযাপন করা হয়।

৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের মনিপুরীপাড়ায় চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে প্রাক্বড়দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশীষ বিশ্বাস প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে অভিভাবক, শিশু এবং সেন্টারের শিক্ষকদের বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।

প্রাকবড়দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কনভেনর মনিকা গমেজ , ঢাকা ক্রেডিটের সুপারভাইজার কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত কস্তা, চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন।
প্রিন্সিপাল ডালিয়া রড্রিক্স অভিভাবকদের প্রাকবড়দিন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিক্স জানান, সেন্টারে সকল সম্প্রদায়ের উৎসব, জাতীয় দিবস ও অন্যান্য তাৎপর্যপূর্ণ কৃষ্টিকালচারের চর্চার ঐতিহ্য পালনের বিষয়ে বলেন। এতে শিশুরা সকল মানুষকে শ্রদ্ধা করতে শিখবে ও সবার প্রতি সহনশীলতা বাড়বে।