ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বিজয় দিবস পালন

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে বিজয় দিবস পালন

0
223

ডিসিনিউজ ।। ঢাকা

ফার্মগেট মনিপুরীপাড়া ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিশুদের নিয়ে পালন করা হলো বিজয় দিবস।

১৫ ডিসেম্বর চাইল্ড কেয়ার সেন্টারের ক্যাম্পারে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিজয় দিবসের আয়োজন করা হয়। সেন্টারের শিক্ষক লিয়া পিউরিফিকেশন ও লিপি বাড়ৈর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাইল্ড কেয়ার প্রকল্পের চিফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন, প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষিকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিজয় দিবসের গান, ছড়া আবৃতিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক উপস্থান করা হয়। চিফ অফিসার শিশিলিয়া সুইটি পিউরীফিকেশন ও শিক্ষক রুপনা রোজারিও বিজয় দিবসের তাৎপর্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন।