শিরোনাম :
ভাসানিয়া কো-অপারেটিভ-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজ।। কালীগঞ্জ
অনুষ্ঠিত হলো ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা।
সমিতির চেয়ারম্যান তপন বেঞ্জামিন রোজারিও সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও কাককো লি-এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককো লি:-এর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি।
দিনব্যাপী এই বার্ষিক সাধারণ সভাটি সদস্যদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় উপস্থিত হয়ে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ভাসানিয়া সমিতির উন্নয়নের প্রশংসা করেন। সেই সাথে সক্রিয় ও আদর্শ সমবায়ী হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।