ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নির্বাচিত হয়ে ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের দায়িত্ব নিতে যাচ্ছেন হেমন্ত, পাপড়ী, মাইকেল...

নির্বাচিত হয়ে ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের দায়িত্ব নিতে যাচ্ছেন হেমন্ত, পাপড়ী, মাইকেল এবং সুকুমার পরিষদ

0
429

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের নতুন পরিচালনা পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে হেমন্ত, পাপড়ী, মাইকেল এবং সুকুমার পরিষদ। তাঁদের এই জয়ের মাধ্যমে ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন পরিচালনা পর্ষদ।

১৭ ডিসেম্বর, তেজগাঁও বটমলী হোমস স্কুল প্রাঙ্গনে ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়। এদিন ঢাকা ক্রেডিটের প্রেডিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা এবং নির্বাচন কমিশনের সভাপতি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক (অডিট ও আইন) মোসাম্মত নুর-ই-জান্নাতের নেতৃত্বে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট প্রদান এবং গণনার শেষে জনগণের রায়ে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া প্রেসিডেন্ট, প্যাট্রিশিয়া পাপড়ী আরেং ভাইস-প্রেসিডেন্ট, মাইকেল গমেজ সেক্রেটারি, লিনুস সুকুমার ক্রুশ ট্রেজারার এবং তাদের পরিষদ জয় লাভ করেছেন।

ভোট প্রদানকারী পলিনা ক্রুশ ডিসিনিউজকে বলেন, ‘আজ ভোট দিয়ে অনেক ভাল লেগেছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। আজ এই প্রথম ঢাকা ক্রেডিটের নির্বাচনে ভোট দিয়েছি। অনেক ভাল লাগছে। যারাই নেতৃত্বে আসুক, তারা আমাদের জন্যই কাজ করবেন।’

‘অনেক বছর পর ভোট দিচ্ছি, অনেক ভাল লাগছে। আজ মনে হচ্ছে গণতান্ত্রিক অধিকার ভোগ করছি। ঢাকা ক্রেডিট সব সময় আমাদের উন্নয়নে কাজ করেছে, ভবিষ্যতেও করবে বলে আশা করছি’ মন্তব্য করেন দিনাজপুরের শিখা রাণী।’

সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ক্রেডিটের নতুন পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী দলের প্রতিদ্ব›দ্বীতা করেন শংকর, ডেভিড, সুরেন এবং সুশীল পরিষদ। নির্বাচন শেষে সাধারণ সদস্যগণ ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। (বিস্তারিত: ডিসিনিউজে চোখ রাখুন)।