ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং-এর কবরে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শ্রদ্ধা...

ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং-এর কবরে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শ্রদ্ধা নিবেদন

0
192
আলোচনা শেষে প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশসহ বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যরা ফাদারের কবরে পুষ্পস্তবক অর্পন করেন।

ডিসিনিউজ ।। ঢাকা

২১ ডিসেম্বর, ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ঢাকা ক্রেডিটেরর প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি’র কবরে শ্রদ্ধা জানান।

সমিতির প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়ায়ার নেতৃত্বে এ দিন সকালে নবনির্বাচিত কমিটি খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন। তেজগাঁও চার্চের সহকারী পাল-পুরোহিত ঝলক দেশাই ও ফাদার আবেল বি. রোজারিও খ্রিষ্টযাগ উৎসর্গ করেন।

খ্রিষ্টযাগের পর ব্যবস্থাপনা কমিটি ফাদার ইয়াং-এর কবরে সমবেত হন এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রার্থনা করেন। এ সময় প্রেসিডেন্ট কোড়াইয়া বলেন, ‘সর্ববৃহৎ এবং সর্ব প্রথম ক্রেডিট ইউনিয়ন ‘ঢাকা ক্রেডিটে’র নির্বাচনে গত ১৭ ডিসেম্বর আমরা জয় লাভ করি এবং ১৯ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের প্রথমেই আজ আমরা আমাদের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং-এর কবরে শ্রদ্ধা জানাতে এবং তাঁর আশীর্বাদ নিতে এসেছি। ফাদার চার্লস জে. ইয়াং-এর বাণী ‘অসৎ লোকের ক্রেডিট ইউনিয়নে কোনো স্থান নেই।’ আমরা সেই বাণীকে ধারণ করি এবং পালন করতে চাই। তার বাণী মেনে আমরা ব্যবস্থাপনা কমিটির ২২ জন যেন চলতে পারি; সততা, নিষ্ঠা ও সেবার মাধ্যমে আমাদের কর্মীরাও যাতে কাজ করতে পারে।’

আলোচনা শেষে প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশসহ বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যরা ফাদারের কবরে পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, সিও স্বপন রোজারিও ও জোনাস গমেজসহ আরো অনেকে।