ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রাক বড়দিন অনুষ্ঠান উদযাপন

ঢাকা ক্রেডিটের প্রাক বড়দিন অনুষ্ঠান উদযাপন

0
200

ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটে উদযাপন করা হলো প্রাক বড়দিন অনুষ্ঠান।

২১ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের বি কে গুড কনফারেন্স হলে প্রাক বড়দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস প্রেসিডেন্ট পাপড়ী দেবি আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, বোর্ড অব ডিরেক্টরগণ, ক্রেডিট কমিটির সদস্য এবং সুপারভাইজরি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওসহ অন্যান্য কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রার্থনানুষ্ঠান পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর ষ্টেলা হাজরা। এরপর সম্মানিত অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সবাইকে ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানান।

শেষে কেক কেটে বড়দিনের আনন্দ সহভাগিতা করা হয় এবং কীর্তন গান পরিবেশন করে কর্মকর্তা এবং কর্মীরা উৎসবে মেতে ওঠেন।