ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকার আর্চবিশপ মহোদয়ের সাথে ঢাকা ক্রেডিটের নব-নির্বাচিত বোর্ডের বড়দিনের শুভেচ্ছা বিনিময়

ঢাকার আর্চবিশপ মহোদয়ের সাথে ঢাকা ক্রেডিটের নব-নির্বাচিত বোর্ডের বড়দিনের শুভেচ্ছা বিনিময়

0
124

ডিসিনিউজ।।ঢাকা ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়ের সাথে ঢাকা ক্রেডিটের নব-নির্বাচিত বোর্ডের বড়দিনের শুভেচ্ছা বিনিময়।

২২ ডিসেম্বর আর্চবিশপ হাউজে ঢাকা মহাধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ, ওএমআই -এর সাথে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রেসিডেন্ট মি. ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মি. মাইকেল জন গমেজ, ডিরেক্টর মিসেস মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান মি. বার্নার্ড পংকজ ডি’ রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য মিসেস উমা ম্যাগডেলিন গমেজ, মি. সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির সদস্য মিসেস মারিয়া ডি’কুনা, ক্রেডিট কমিটির প্রাক্তন সদস্য মি. অন্তর মানকিন, ফাদার মিল্টন কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের চিফ অফিসার মি. স্বপন রোজারিও, সদস্য মি. মিঠু রত্ন।

শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ, ওএমআই বলেন যে, “খ্রীষ্টান সমাজের অগ্রগতি এবং উন্নয়নের সাথে ঢাকা ক্রেডিট জড়িত। আমি সবসময় ঢাকা ক্রেডিটের সাথে রয়েছি। নতুন বোর্ডকে অভিনন্দন জানাই জয়লাভ করার জন্য, আশা করি হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সকল সদস্যদের কল্যাণে কাজ করে যাবে। সকলকে বড়দিনের শুভেচ্ছা।”

এ সময় বড়দিনের কেক কেটে বড়দিনের আনন্দ সবার সাথে সহভাগিতা করা হয়।