শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সাথে পিএইচবি খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ – এর নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের সাথে পিএইচবি খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ – এর নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ।
এ ছাড়াও পিএসবি’র চেয়াম্যান রবার্ট গমেজ এবং সেক্রেটারি দোলন গমেজ -এর নেতৃত্বে উপস্থিত ছিলেন পিএইচবি খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ – এর নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে পিএইচবি খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ – এর নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় এবং পিএইচবি খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
সাক্ষাতকালে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দগণ।