ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মারা গেলেন লক্ষ্মী রানী বিশ্বাস

মারা গেলেন লক্ষ্মী রানী বিশ্বাস

0
176

ডিসিনিউজ ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন লক্ষ্মী রানী বিশ্বাস। ৩০ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বার্র্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেমস প্রদীপ বিশ্বাস এবং সাবেক ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাসের মাতা।

আজ বিকেল ৪টায় গোপালগঞ্জ জেলার খাগবড়ী গ্রামে প্রার্থনানুষ্ঠানের পর সমাহিত করা হয়েছে। এর আগে সকাল ১০ টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়। রেভারেন্ট মার্টিন অধিকারী প্রার্থনানুষ্ঠান পরিচালনা করেন। প্রার্থনানুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, প্রাক্তন ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ডিরেক্টর নিরাপদ হালদার, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, এডিসিইও শীরেন সিলভেস্টার গমেজসহ আরো অনেকে।

প্রার্থনানুষ্ঠান শেষে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিট পরিবার।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ। তাঁরা প্রয়াতের আত্মার চিরকল্যাণ কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।