ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized পানজোরায় মহান সাধু আন্তনীর তীর্থোৎসব ০৩ ফেব্রুয়ারি

পানজোরায় মহান সাধু আন্তনীর তীর্থোৎসব ০৩ ফেব্রুয়ারি

0
262

ডিসিনিউজ।। কালীগঞ্জ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পানজোরায় মহান সাধু আন্তনীর তীর্থোৎসব পালিত হবে ০৩ ফেব্রুয়ারি।

ঢাকা জেলার কালীগঞ্জ উপজেলার পাঞ্জোরা এলাকায় প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় মহান সাধু আন্তনীর পর্ব। এবছর সাধু সাধু আন্তনীর পর্ব পালিত হবে ৩রা ফেব্রুয়ারি। এখন চলছে আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে ৯ দিনের নভেনা।
নভেনা ২৫ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে ০২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ
সকাল: ৬:৩০ ঘটিকা এবং বিকাল: ৩:৪৫ ঘটিকা।
পৰ্বীয় খ্ৰীষ্টযাগ ০৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ
প্রথম খ্রিষ্টযাগ : সকাল ৬:৩০ ঘটিকা।
দ্বিতীয় খ্রিষ্টযাগ : সকাল ১০:০০ ঘটিকা।

সরেজমিনে পাঞ্জোরা সাধু আন্তনীর তীর্থস্থানে গিয়ে দেখা যায় পর্ব সুষ্ঠভাবে পালনের জন্য সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। সাধু আন্তনীর পর্ব উৎযাপন কমিটি সকালে তাদের প্রস্তুতি সভা করেন, গানের দলের প্রস্তুতি চলছে, পাঞ্জোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা অর্ঘ্যঢালা দেওয়ার প্রস্তুতি সারছে, চলছে শেষ মূহূর্তের প্যান্ডেল সাজানোর কাজ। করোনা প্রাদুর্ভাবের কারণে বিগত দুইটি বছর সঠিক সময়ে সাধু আন্তনীর পর্ব অনুষ্ঠিত হয় নি। এবছর তাই বিপুল মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

মহান সাধুর তীর্থভূমিতে যাওয়ার উপায়ঃ- ঢাকা থেকে বিশ্ব রোড নেমে পূর্বাচলের তিনশ ফিট রাস্তা ধরে সিএনজি/ বিআরটিসি বাসে কাঞ্চন ব্রিজ, সেখান থেকে ব্যাটারি চালিত গাড়িতে করে ভাসানিয়া গ্রাম পর্যন্ত যেতে হবে, এরপর কিছুটা পথ হেঁটে তীর্থস্থানে পৌঁছানো যায়। আবার আব্দুল্লাপুর হয়ে লেগুনায় উলুখোলা বাজারে নেমে ব্যাটারিচালিত গাড়িতে বাগদি গ্রাম পর্যন্ত যাওয়া যায়। আবার সেখান থেকে পায়ে হেঁটে তীর্থস্থানে পৌঁছানো যায়। এ ছাড়াও স্টেশন রোড থেকে বাস যোগে নলছাটা, সেখান থেকে ব্যাটারীচালিত গাড়িতে করান যেতে হবে এবং বাকিটা পথ পায়ে হেঁটে পৌঁছাতে হবে। তীর্থের দিন লাখো আন্তনী ভক্তের ভিরের কারণে কোনো যানবাহন তীর্থস্থান পর্যন্ত যায় না। সে কারণে যেকোনো নির্দিষ্ট স্থান পর্যন্ত গিয়ে বাকিটা রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। শত কষ্ট হলেও থেমে থাকে না আন্তনীভক্তের মহাস্রোত।

মহান সাধু আন্তনীর পর্বে যারা দূর-দূরান্ত থেকে আসবেন, তাদের জন্য পাঞ্জোরা তীর্থস্থানের কাছেই রয়েছে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার, মঠবাড়ী এলাকার কুচিলাবাড়িতে নিরিবিলি এবং মনোরোম পরিবেশে  এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে, আপনার নিরাপত্তা নিশ্চিত করনে রয়েছে ২৪ ঘন্টা সিসিটিভি এবং নিরাপত্তা কর্মীর ব্যবস্থা। রয়েছে গাড়ী পার্কিং এর ব্যবস্থা। সুন্দর বাগান এবং প্রাকৃতিক পরিববেশে আপনার রাত্রিযাপন হবে আনন্দময়। যোগাযোগঃ ০১৭০৯৯৯৩০৯০, ০১৭০৯৮১৫৪৮০