ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কর্পোরেট চ্যালেঞ্জ জয় করার দৃঢ় প্রত্যয় নিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করলো নটর...

কর্পোরেট চ্যালেঞ্জ জয় করার দৃঢ় প্রত্যয় নিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করলো নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

0
289

ডিসিনিউজ ।। ঢাকা

কর্পোরেট চ্যালেঞ্জ জয় করার দৃঢ় প্রত্যয় নিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

আদর্শ, সুশিক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহŸান নিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ২৪তম ব্যাচের নবীন বরণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসির সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক কায়সার হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও সিএসসি, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান অতিথি জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। পরে অতিথিবৃন্দসহ নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য ফাদার গ্যাফনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো নিজেকে আবিষ্কারের জায়গা। এখানে তুমি নিজের ভবিষ্যৎ গঠনের জন্য চারটি বছর পাবে। আমি তোমাদের অনুরোধ করবো এই চারটি বছরকে যথাযথভাবে কাজে লাগিয়ে তুমি নিজ জীবন, সমাজ ও টেকসই দেশ গড়ার কাজে সহযোগিতা করবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসির সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক কায়সার হক।

প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘নটর ডেম-এর ইতিহাস অনেক পুরাতন। এই ঐতিহ্য ও শিক্ষার সাথে আমার বাবা জড়িত ছিলেন। তাঁর মুখে নটর ডেমের কথা শুনে আমার বেড়ে ওঠা। আমি মিশনারী স্কুলের ছাত্র ছিলাম। আমি জেনে অত্যন্ত আনন্দিত যে, নটর ডেম এখন বিশ্ববিদ্যালয় শুরু করেছে এবং ইউনিভার্সিটি অব ইন্ডিয়ানার সাথে সরাসরি সম্পৃক্ত। আমি আশাবাদী নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভবিষ্যতে গবেষণাভিত্তিক কোর্স কারিকুলাম এবং উচ্চতর শিক্ষায় বিশেষ অবদান রাখবে। আমি বিশ্বাস করি এটা নটর ডেম বাস্তবায়ন করবে।’

বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার লেনার্ড শংকর রোজারিও সিএসসি সকল অ্যাকাডেমিক স্টাফ, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম গণছালভেস সিএসসি রেজিস্ট্রার অফিস-এর কার্যক্রম, ডেপুটি এক্সাম কন্ট্রোলার ফাদার বনিফাস টলেন্টিনু সিএসসি এক্সাম অফিসের কার্যক্রম, ফাদার টম ম্যাকডরমেট সিএসসি ল্যাংগুয়েজ সেন্টারের বিশেষ সেবা ও কার্যক্রম কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। ফাদার লরেন্স নরেশ দাশ সিএসসি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কনডাক্ট ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়াও সহকারি রেজিস্ট্রার ফাদার নিত্য এক্কা সিএসসি ক্লাবের কার্যক্রম, ড. সিস্টার মেরী হেনরীয়েটা গমেজ এসএমআরএ কাউন্সিলিং-এর গুরুত্ব, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী বেঞ্জামিন লাবা কাম্পু নবীন শিক্ষার্থীদের পরামর্শ ও বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, নবীন শিক্ষার্থী ফাতেমা সুলতানা রাফিয়া নটর ডেম বিশ্ববিদ্যায় বাংলাদেশকে উচ্চ শিক্ষার জন্য বেছে নেওয়ার কারণ, অনুভ‚তি ও প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উলে­খ্য, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১৩ খ্রিষ্টাব্দের ২৯ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদন লাভ করে ২০১৪ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর নিজস্ব ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করে।