ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ধলপুরের তেলেগু বস্তি উচ্ছেদ অভিযানে বিসিএ’র উদ্বেগ

ধলপুরের তেলেগু বস্তি উচ্ছেদ অভিযানে বিসিএ’র উদ্বেগ

0
195

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকার ধলপুরের তেলেগু কমিউনিটির বস্তির একাংশ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) নেতৃবৃন্দ।

https://www.facebook.com/100063611891381/videos/pcb.644505974346460/876869603598012

১০ ফেব্রুয়ারি, সায়েদাবাদ এলাকার ধলপুরে তেলেগুপল্লী পরিদর্শন করেন বিসিএস’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। প্রতিনিধি দলে আরো ছিলেন লক্ষ্মীবাজার বিসিএ শাখার সেক্রেটারি ভিক্টর রে। এ সময় তেলেগু নারী-পুরুষ নেতৃবৃন্দের কাছে উচ্ছেদ ঘটনার প্রতিকার চেয়ে বলেন, ‘কোনো লিখিত নোটিশ ছাড়াই, মৌখিক নোটিশে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস তেলেগুদের দীর্ঘদিনের বাসস্থান উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন। আজ রাস্তার পাশ থেকে কিছু কিছু স্থাপনা উচ্ছেদ করেছেন এবং ১২ তারিখ আমাদের বস্তি উচ্ছেদ করবে বলে সিটি কর্পোরেশনের লোকজন এসে বলে গেছে। এখন আমরা কি করবো ভেবে পাচ্ছি না। আপনারা কিছু একটা করুন। আমরা যেন মাথা গোজার ঠাঁই পাই।’

এ সময় প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং বিসিএ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠন নিয়ে এর প্রতিকারের চেষ্টা করবেন বলে জানান। তারা এ সময় সরকার ও মেয়রের উদ্দেশে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০ হাজার পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করেছেন। আর মাত্র দেড়শ পরিবারকে পুনর্বাসন করতে পারবে না! আমরা মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এখান থেকে পরিবারগুলোকে উচ্ছেদ করলে, আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। তা না হলে এই মানুষগুলো যাবে কোথায়? আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ও মেয়র তেলেগুদের এই দুর্দশা মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন।’

https://www.facebook.com/100063611891381/videos/pcb.644505974346460/520595373395697

বৃটিশ শাসনকালে রাস্তাঘাট, ড্রেনসহ নানা পরিচ্ছন্নতার কাজে তেলেগুদের এই দেশে নিয়ে আসেন। তখন থেকেই ঢাকার বিভিন্ন স্থানে তেলেগুদের জন্য কমিউনিটি ভিত্তিক থাকার ব্যবস্থা করা হয়। স্বাধীনতার পরও বাংলাদেশ সরকার তাদের জন্য স্থান বরাদ্দ দিয়ে থাকার ব্যবস্থা রেখেছে। যারা সিটি কর্পোরেশনের কাজ করে তাদের জন্য ভবন নির্মাণ করে দিয়েছে। কিন্তু তেলেগুদের যার অন্যান্য স্থানের কাজ করে তারা তেলেগু পল্লীর মধ্যেই ছোট ছোট টিনের বা আধাপাকা বিল্ডিং নির্মাণ করে শুরু থেকেই বাস করে আসছিল।

https://www.facebook.com/100063611891381/videos/726576049069179

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিগত কয়েক দিন আগে দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস তেলেগু পল্লির একাংশ উচ্ছেদ করে সেখানে গাড়ি রাখার গ্যারেজ বানানোর পরিকল্পনা করেন এবং কোনো লিখিত নোটিশ ছাড়াই মৌখিক ঘোষণায় বস্তিটি উচ্ছেদের উদ্যোগ নেয়। এতে বহু দশক থেকে বসবাসকারী প্রায় দেড়শটি পরিবার হুমকির মুখে পড়েছে।

https://www.facebook.com/100063611891381/videos/pcb.644505974346460/679634847184964

ভুক্তভোগিরা ডিসিনিউজকে বলেন, ‘আমরা তো বাপ-দাদার আমল থেকে এখানে আছি, এখন আমাদের উচ্ছেদ করলে যাব কোথায়? কেউ তো আমাদের বাসা ভাড়াও দেবে না, কারণ আমরা পরিচ্ছন্নতার কাজ করি। দু-একজন বাসা ভাড়া করার চেষ্টা করেছিল, বাড়ির মালিকরা বলেন, আমরা কো মেথর, আমাদের বাসা ভাড়া দেওয়া যাবে না। এখন মেয়র মহোদয়ই পারেন আমাদের একটা ব্যবস্থা করতে। হয় উনি এটা বন্ধ করুন না হলে আমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দিন। না হলে আমাদের মরা ছাড়া কোনো গতি থাকবে না।