শিরোনাম :
অনুষ্ঠিত হলো এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকার মোহম্মদপুরে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী পালন করা হয়।
৯-১১ ফেব্রুয়ারি, ৩দিন ব্যাপী স্কুলটির ৫০ বছরের পদার্পনের সুবর্ণজয়ন্তীর উৎসবের আয়োজন করা হয়েছিল। আয়োজনে স্কুল প্রাঙ্গণকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সিস্টার-শিক্ষক কর্মীবৃন্দ-ছাত্রছাত্রীদের সম্মিলিত সুপরিকল্পনায় মহাসমারোহে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে বলে জানিয়েছে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সিস্টার ভার্জিনিয়া আশা গমেজ আরএনডিএম।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএনডিএম সিস্টারদের সুপিরিয়র জেনারেল সিস্টার জোসেফিন কেইন আরএনডিএম। দ্বিতীয় দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজ এবং শেষ দিন প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়াও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বিশেষ অতিথি হিসেবে জয়ন্তী উৎসবে যোগ দেন।
জুবিলি উপলক্ষে ছিল প্রদীপ প্রজ্জ্বলন, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বর্ণিল আয়োজন।
১৯৭২ খ্রিষ্টাব্দে কাথলিক মিশনারী সিস্টার আরএনডিএম সম্প্রদায় স্কুলটি প্রতিষ্ঠা করে। ইংরেজি মাধ্যমের স্কুলটি ঢাকার একটি স্বনামধন্য স্কুলের স্বীকৃতি অর্জন করেছে।