ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ক্রেডিট ও কাককো লি:’র নেতৃবৃন্দের নবাবগঞ্জের বিভিন্ন সমিতি পরিদর্শন ও হাসনাবাদ...

ঢাকা ক্রেডিট ও কাককো লি:’র নেতৃবৃন্দের নবাবগঞ্জের বিভিন্ন সমিতি পরিদর্শন ও হাসনাবাদ ক্রেডিটের নতুন বোর্ডের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান

0
248

ডিসিনিউজ ।। নবাবগঞ্জ

নবাবগঞ্জের হাসনাবাদ খ্রীষ্টান কে-অপাারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র নবনির্বাচিত ব্যাবস্থাপনা কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হলো। এ দিন আন্তর্জাতিক নারী দিবসেরও আয়োজন করা হয়।

সমিতির চেয়ারম্যান নিকোলাস রাজু কোড়ায়ার নেতৃত্বে ভাইস-চেয়ারম্যান জন রকসি গমেজ, সেক্রেটারি প্রীতি আঞ্জেলা গমেজ, ট্রেজারার লুসিয়ান সুভাষ রোজারিও এবং ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা শপথগ্রহণ করেন।

হাসনাবাদ ধর্মপল্লীর পাল-পুরোহিত স্ট্যানিসলাউস গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ব্যাবস্থাপনা কমিটিকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাককো লি:’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককো লি:’র সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শপথগ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ দিন পাঁচ জন মহীয়সী নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যে সিস্টার গেøারিয়া সংগীতা গমেজ আরএনডিএম মান্ডলিক কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বর্তমানে তিনি মিশনারী হিসেবে ইন্টারন্যাশনাল ফরমেশন হাউজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। হেলেন গমেজ একজন ধার্মিকা নারী। তিনি ৭ সন্তানের জননী এবং সকল সন্তানকে খ্রিষ্টীয় আদর্শে গড়ে তুলেছেন। তার এক সন্তান ফাদার রবার্ট গমেজ খ্রিষ্টের বাণী প্রচারে নিয়োজিত রয়েছেন। হেলেন ডি’কস্তা (বিজু) শিক্ষকতার কাজে জীবন পার করেছেন। তিনি মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষাখাতে অবদান রাখেন। বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। ম্যাগডেলিন রেখা রোজারিও একজন সমবায় সেবক হিসেবে পরিচিত। নয়নশ্রী, হাসনাবাদসহ বিভিন্ন সমিতিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি মান্ডলিক সেবামূলক কাজে সহযোগিতা করেছে যাচ্ছেন। এলিজাবেথ রেখা ডি’কস্তা একজন মিশনকাজের সহযাত্রী। তিনি চার্চের সংগীত পরিচালনাসহ বিভিন্ন মান্ডলিক কাজে সহযোগিতা করেন। এ ছাড়াও তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।

এ দিন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককো লি:’র চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, কাককো লি:’র সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনোজ গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান পংকজ বার্নার্ড ডি’রোজারিও, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ নয়নশ্রী সাধু রকের খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: পরিদর্শন এবং সমিতির নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন। নয়নশ্রী ক্রেডিটের চেয়ারম্যান শ্যামল গমেজ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ আগত অতিথিদের সাদরে গ্রহণ করে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

পরে পরিদর্শনকারী দল ঢাকা ক্রেডিটের বান্দুরা বহুমুখী প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের বিভিন্ন বিষয়ে ধারনা নেন এবং পরামর্শ প্রদান করেন।