ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টরে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা...

ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টরে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপন

0
271

ডিসিনিউিজ।।ঢাকা
১৪ ফেব্রুয়ারি ২০২৩,মঙ্গলবার , ডি সি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে আজ সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠান আরম্ভ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিচার প্যাটসী ডোনা গমেজ এবং টিচার লিপি বাড়ৈ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন, সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগস, শিক্ষিকা মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রীরা ও শিক্ষিকাগন ফাল্গুনের দলীয় গান পরিবেশন করেন। পরে চীফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন ও সেন্টারের প্রিন্সিপাল তাঁদের বক্তব্যের মাধ্যেমে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবসরে ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন , এবং সবাইকে ভালবাসা ও শ্রদ্ধা করতে অনুপ্রানিত করে , এরপর একে একে ছাত্রছাত্রীরা গান, নাচ ইত্যাদি পরিবেশন করেন। পরে ছাত্রছাত্রীরা একে অন্যের সাথে ভালবাসার স্বরুপ ফুল ও কার্ড বিনিময় করে।

পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।